আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চাঁদ মঙ্গলগ্রহের অংশ। তাঁর এ মন্তব্যে নাসা-সহ গোটা বিশ্ব ঘাবড়ে গিয়েছিল। এবার তাঁর নয়া দাবি হলো, কিডনির জন্য একটি বিশেষ জায়গা রয়েছে হার্টে। বুধবার চিকিত্সকদের একটি সভায় এ মন্তব্য করেন তিনি।
আর ট্রাম্পের এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছে।
চিকিত্সকদের ওই সভায় ট্রাম্প বলেছেন, কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন। বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হার্টে। কিডনির ডায়ালাইসিস নিয়ে আলোচনার পরেই এই ধরনের মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এতেই তাকে নিয়ে ট্রল শুরু হয়ে গেছে। কিডনি ও হার্টের দূরত্ব ট্রাম্প জানেন কি না, তা নিয়েও অনেকে তাকে নিয়ে ট্রল করেছেন।
TRUMP: "You've worked so hard on the kidney. Very special — the kidney has a very special place in the heart. It's an incredible thing." pic.twitter.com/JLM3uCsO5u
— Aaron Rupar (@atrupar) July 10, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।