আইসিসির পরবর্তী চেয়ারম্যান কী সৌরভ গাঙ্গুলী?

৭ অধিনায়ক ৭ মাসে, অসহায় সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার পর সৌরভ যদি আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করেন তাহলে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে ভারতীয় কিংবদন্তিকে সমর্থন জানাবেন।

সৌরভ গাঙ্গুলী

আইসিসির চেয়ারম্যান হিসেবে আর ছয় মাস দায়িত্ব পালনের সুযোগ পাবেন বার্কলে। এরপর নতুন চেয়ারম্যান মনোনয়নে সৌরভ গাঙ্গুলীর নাম প্রস্তাব করা হলে তিনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে বার্কলে বলেন, আমাদের সম্পর্ক খুব ভালো। যদি আইসিসি বোর্ড মনে করে চেয়ারম্যান হিসেবে সৌরভই উপযুক্ত, তাহলে আমি ওকে সমর্থন জানাব।

বার্কলে আরও বলেন, সৌরভ অবশ্য আমাকে জানায়নি যে ও আইসিসি চেয়ারম্যানের দৌড়ে থাকতে চায় কিনা।

দ্বিতীয়বারের মতো বার্কলে আইসিসির চেয়ারম্যান পদে থাকতে চান কিনা? এমন প্রশ্নের জবাবে বলেন, নভেম্বর মাসে বৈঠকে বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ড যদি আমার ওপর ভরসা দেখায় তাহলে আমার কোনো সমস্যা নেই।

ভিভোর এক্স৮০ ৫জি স্মার্টফোন এখন বাংলাদেশে