স্পোর্টস ডেক্স : বিশ্বকাপের ডামাডোল বেজে উঠতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। প্রথমবারের মতো এককভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
বুধবার (৪ অক্টোবর) উদ্বোধনী ম্যাচের আগে আহমেদাবাদে অনুষ্ঠিত হয়ে গেলো ক্যাপ্টেন্স মিট। যেখানে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা অংশ নিয়েছেন।
ক্যাপ্টেন্স মিটে উপস্থিত হয়ে নিজেদের স্বপ্ন ও সম্ভাবনার কথা শুনিয়েছেন অধিনায়করা। তবে এদিন আলাদাভাবে নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অনুষ্ঠান চলাকালে প্রোটিয়া অধিনায়ককে ঘুমিয়ে যেতে দেখা যায়। তার বাম পাশে বসেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
তার ডান পাশে বসেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাভুমা যখন ঘুমাচ্ছিলেন সাকিব তখন বিশ্বকাপ ঘিরে নিজের স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরছিলেন। টেম্বা শুধুই ঘুমাননি অনুষ্ঠানের উপস্থাপক রবি শাস্ত্রীর করা একটি প্রশ্নের উত্তরও দিয়েছেন। তবে মাঝের সময় চোখ বন্ধ অবস্থায় দেখা গিয়েছে প্রোটিয়া এ অধিনায়ককে। আর তার এ ঘুমানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মাঠে গড়ানোর আগ থেকেই নানা বিষয় নিয়ে আলোচনায় এবারের বিশ্বকাপ। একাধিকবার সূচিতে পরিবর্তন ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরু আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত। তবে শেষ পর্যন্ত সবকিছু ছাপিয়ে ক্রিকেটের ময়দানি লড়াই শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা।
Bavuma was sleeping during captains round table event. #Worlds2023 #CWC23 #Bavuma #CricketTwitter pic.twitter.com/MNRe2CRNcC
— Wasay Habib (@wwasay) October 4, 2023
এবার নিয়ে চতুর্থবার বিশ্বআসরের স্বাগতিক হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।