স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ধুয়ে দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ক্রিকেটে টানা সূচির তীব্র সমালোচনা করেছেন এই ইংলিশ তারকা।
কিংবদন্তি ইয়ান বোথামের শোয়ে অংশ নিয়ে বেন স্টোকস বলেছেন- সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা একেবারেই হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের এক দিনের সিরিজ যেমন। জোর করে তিনটি ম্যাচ খেলানো হলো। যে সিরিজের কোনো মানে নেই, সেটা কেন খেলানো হচ্ছে।
স্টোকস আরও বলেছেন, যেভাবে টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলা হচ্ছে সেটাও আমার পছন্দ নয়। নতুন ফরম্যাট এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতাগুলোর জন্য টেস্ট গুরুত্ব হারাচ্ছে। জানি টেস্ট না খেলা ক্রিকেটারদের সামনে দারুণ সুযোগ তৈরি হয়েছে; কিন্তু আমার কাছে টেস্টটা বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অনেকেই আমায় বলে, ‘তুমি ইংল্যান্ডের হয়ে খেলো, এর থেকে বেশি কী চাও।’ আমার ধারণা আলাদা। আমি চাই আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ মানের হোক কিন্তু এখন দেখি আলাদা ফরম্যাটের জন্য আলাদা দল তৈরি হচ্ছে। এভাবে আন্তর্জাতিক ক্রিকেট চলতে দেওয়া উচিত নয়।
স্টোকস বলেন, মন থেকে আগে ফলাফলের ব্যাপারটা ঝেড়ে ফেলতে হবে। প্রতিটা দিন যাতে বিনোদনে ভরপুর হয়ে থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। মানুষকে বুঝতে দেওয়া যাবে না কী হতে চলেছে। যদি মানুষ একটা ফলাফলের ব্যাপারে চিন্তা না করে খেলা দেখতে আসে, তাহলে সেটাই হবে বড় সাফল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।