স্পোর্টস ডেস্ক : আইসিসি প্রতি সপ্তাহের বুধবার (১৫ মার্চ) ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদ করে। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৬ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত। তার থেকে একধাপ এগিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সিরিজ কাটিয়েছেন শান্ত।
অনবদ্য ছিল তার ব্যাট। রানের জন্য ছিলেন বড্ড ক্ষুধার্ত। এক ফিফটির সাথে জোড়া চল্লিশোর্ধ্ব ইনিংসে সিরিজের সর্বোচ্চ ১৪৪ রান করে জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। এবার এমন দারুণ পারফরমেন্সের পুরস্কারস্বরূপ আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন তিনি।
বারবার পোশাক বিভ্রাটে সুহানা খান, রইল ৫টি উপস মোমেন্টের ঘটনা
ক্যারিয়ার সেরা ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত আছেন ঠিক ভারতীয় তারকা ব্যাটার ভিরাট কোহলির (৬১২) পরে। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শান্তই আছেন বাংলাদেশিদের মধ্যে শীর্ষে। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল লিটন কুমার দাস। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ফলে ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে অবস্থান করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।