স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল ভারত। ব্যাটিং-বোলিংয়ে ছন্দহারা ছিল নাজমুল হোসেন শান্তর দল। এর প্রভাব পড়ল আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ে।আজ ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।
৪ রান করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২ নম্বরে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নামলেন ৭৯ নম্বরে। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অবসরের ঘোষণা দেওয়ায় র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের কোনো তালিকায় নেই তাঁর নাম। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।বাংলাদেশে দেওয়ার ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করেছিল ভারত। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ওপর দিয়ে গেছে ছক্কা-চারের ঝড়। পিছিয়েছেন তাঁরা তিনজনই। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মোস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন। প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকা শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন। তানজিম হাসান ৫ ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৮ নম্বরে। এক নম্বর স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।