ফুলশয্যায় গিনির সঙ্গে বিছানায় উদ্দাম রোমান্স, জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ নিয়ে তোলপাড়

ইচ্ছেপুতুল

বিনোদন ডেস্ক : এর আগে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের ফুলশয্যার খাটে মা-ছেলের ঘুমনো নিয়ে বিতর্ক উঠেছিল। আর এবার ইচ্ছে পুতুলে দেখানো হতে চলেছে বলপূর্বক সহবাস। প্রোমো সামনে আসতেই বিতর্ক শুরু।

ইচ্ছেপুতুল

‘দাদাগিরি’ শুরু হওয়ার পর থেকেই রটে গিয়েছে বন্ধ হচ্ছে নাকি ‘ইচ্ছে পুতুল’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিয়েলিটি শো-এর সম্প্রচার হবে আপাতত শুক্রবার আর শনিবারে। সেই কারণে, সোম থেকে বৃহস্পতি করে দেওয়া হয়েছে ইচ্ছে পুতুল-এর সম্প্রচারের দিন। অনেকের ধারণা, প্রোডাকশন হাউজ নাকি রাজি নয় চ্যানেলের এই সিদ্ধান্তে।

স্টার জলসার সুপারহিট ‘অনুরাগের ছোঁয়া’-কে কড়া টক্কর দিচ্ছে ‘ইচ্ছে পুতুল’। গত সপ্তাহেরও টিআরপি রেটিং ছিল ৫.৫। গিনি-রূপের বিয়ে, মেঘ-নীলের ডিভোর্স, নীল-ময়ূরীর বিয়ের পরিকল্পনা জমিয়ে রাখছে দর্শকদের। তবে, বিতর্ক তৈরি হল ‘ইচ্ছে পুতুল’-এ গিনি আর রূপের ফুলশয্যার দৃশ্যকে ঘিরে। এমনিতেই দেখা গিয়েছে, রূপের খারাপ চরিত্রের খানিক আভাস পেয়েছে গিনি ইতিমধ্যেই। সঙ্গে মদ খেয়ে বাড়ি ফেরা, ভাত-কাপড়ের অনুষ্ঠান নষ্ট করার জন্য এমনিতেই গিনি বিরক্ত মনে মনে একটু রূপের উপর। সঙ্গে বেশ ভয়েও আছে মনে মনে।

আর এবার দেখা যাবে ফুলশয্যার রাতে বিছানায় গিনির সঙ্গে অত্যাচার করবে রূপ। বিয়ের পর একসঙ্গে কাটানো প্রথম রাতেই খুলে যাবে রূপের মুখোশ। তবে সেই এপিসোডের ঝলক মিলতেই দর্শকদের একাংশ আপত্তি তুলেছে ‘সৃজনশীলতা’ নিয়ে। পারিবারিক ধারাবাহিরকে এরকম বিতর্কিত দৃশ্য দেখানো নিয়ে প্রশ্ন উঠছে নির্মাতাদের রুচির উপর। লীনা গঙ্গোপাধ্যায় পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস, অর্গানিক স্টুডিও প্রযোজনা করছে এই ধারাবাহিকের। পরিচালনায় শুভাশিস মণ্ডল।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার কাছে ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ‘নীল’ ওরফে মৈনাক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘শেষ হচ্ছে কিনা এখনও কনফার্ম কিছু বলতে পারব না। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে আমাদের কিছু জানানো হয়নি। তবে হ্যাঁ, সোম থেকে বৃহস্পতি সম্প্রচার হবে। আবার গতকাল শুনলাম, পুজোর পর আমাদের টেলিকাস্টের দিন সংখ্যা ফের পাঁচ করে দেওয়া হবে।’

নোবেল কমিটির ফোন পেয়ে অ্যানি বলেন, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি

‘অনুরাগের ছোঁয়া’-র বিপরীতে দাঁড়ানো খুব একটা সহজ ছিল না। ব্যর্থ হয় জি বাংলার একের পর এক প্রোজেক্ট। সে তালিকায় আছে ‘মুকুট’, ‘হরগৌরি পাইস হোটেল’-এর নাম। কিন্তু সেই হিসেবে খারাপ টক্কর দিচ্ছে না ‘ইচ্ছে পুতুল’। সেই হিসেবে লোকসানের খাতাতেই পড়তে হবে জি বাংলাকে।