লাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্ন নিতে অনেকে অনেক কিছুই করে থাকেন। বিভিন্ন ঘরোয়া টোটকার ব্যবহারও করেন। তবে সবচেয়ে বেশি চল আছে মুখে বরফ দেওয়ার।
মুখে রকম ঘষলে যে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তা ঠিক। কিন্তু ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে কি আদৌ সাহায্য করে বরফ?
অনেকের মনেই প্রশ্ন আসে, মুখে সরাসরি বরফ দেওয়া ভাল নাকি বরফের ঠান্ডা জল বেশি উপকারী? এই প্রশ্নের উত্তর জানা না থাকলে আজই জেনে নিন।
আইস ওয়াটার ফেসিয়াল (বরফের জল) মুখের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এটি ব্যবহার করলে আপনার ত্বক ঠান্ডা থাকে। ফলে উজ্জ্বলতাও আনে।
আইস ওয়াটার ফেসিয়াল আপনার ত্বক থেকে টক্সিন দূর করে এবং মানসিক চাপও কমায়। তবে অনেক সময় এর ভুল ব্যবহারের কারণে মুখের ত্বকের ক্ষতিও হয়।
আইস ওয়াটার ফেসিয়াল করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, তা না হলে এই ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে।
বরফের জল ব্যবহার করার সময়, যদি বরফের টুকরো সরাসরি মুখে বা ত্বকে লাগান, তাহলে তা থেকে জ্বালা হতে পারে। তাই এসব সমস্যা এড়াতে সবসময় রুমাল ব্যবহার করুন।
যে কোনও সুতির কাপড়ে বরফের টুকরো বেঁধে মুখে লাগান। মুখে বরফ লাগানোর পর পরিষ্কার জলে ভাল করে ধুয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে কিছু লাগাবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।