জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের নতুন অত্যাধুনিক আইসিটি ল্যাব, অডিটোরিয়াম, এবং কনফারেন্স হল উদ্বোধন করেছেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মির্জা সালমান ইস্পাহানি।
এসময় তিনি স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলাও ঘুরে দেখেন।
স্কুলের নবনির্মিত এ আইসিটি ল্যাব, অডিটোরিয়াম ও কনফারেন্স হল নির্মাণে পৃষ্ঠপোষকতা করে ইস্পাহানি গ্রুপ।
এ স্কুলের আইসিটি ল্যাবে আগামী প্রজন্ম তথ্যপ্রযুক্তি বিষয়ে আরও আধুনিক জ্ঞান চর্চার সুযোগ পাবে। এছাড়াও কনফারেন্স হল ও অডিটরিয়ামেও থাকছে আধুনিক সুযোগ সুবিধা, যার মাধ্যমে ঐতিহ্যবাহী এ স্কুলটি ভবিষ্যতেও তার মান অক্ষুন্ন রাখতে পারবে।
এ উপলক্ষে ১৪ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে মির্জা সালমান ইস্পাহানি এ আইসিটি ল্যাব, অডিটোরিয়াম ও কনফারেন্স হলগুলো উদ্বোধন করেন ও স্কুলের বৈশাখী মেলার আয়োজন ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমান, স্কুলের অন্যান্য শিক্ষকগণ ও ইস্পাহানির কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, বাংলাদেশে শিক্ষা ও গবেষণার প্রসারে ইস্পাহানি সবসময়ই প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করে আসছে। দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও বিজ্ঞানাগারের মূল্যবান সামগ্রী অনুদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠায় সহায়তা করতে ইস্পাহানি বদ্ধপরিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।