বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজা। তিনি বলিউড তারকা কাজলের মা। রবিবার (১৭ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্ষীয়ান অভিনেত্রী বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন।
এক সূত্রের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে বর্তমানে চিকিৎসকরা তাকে দেখছেন। তনুজা বর্তমানে মুম্বাইয়ের জুহু হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অবনতি হয় স্বাস্থ্যের। ৮০ বছর বয়সী এই অভিনেত্রী চিকিৎসকের পর্যবেক্ষনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
১৯৪৩ সালের ২৩ সেপ্টেম্বর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তনুজা মুখার্জি। বাবা কুমারসেন সমর্থ ছিলেন কবি ও চলচ্চিত্র পরিচালক। মা শোভনা সমর্থ চল্লিশের দশকের জনপ্রিয় অভিনেত্রী। এই দম্পতির ঘরে জন্ম নেয় তিন মেয়ে আর এক ছেলে। তনুজা দ্বিতীয় সন্তান।
মাত্র পাঁচ বছর বয়সে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তনুজা। ১৯৬০ সালে ‘ছাবিলি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার।
ষাটের দশকে তনুজা কলকাতার বাংলা চলচ্চিত্রে সমানতালে অভিনয় শুরু করেন। বাংলা সিনেমার কিংবদন্তি উত্তমকুমারের বিপরীতে অভিনয় করেন ‘দেয়া নেয়া’ (১৯৬৩), ‘অ্যান্টনি-ফিরিঙ্গি’ (১৯৬৭), ‘রাজকুমারী’ (১৯৭০) অন্যতম। উত্তমকুমার ছাড়াও তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।