বিনোদন ডেস্ক : ‘সিকান্দার’ নামে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।
পরিচালক জানান, সিয়াম ও ইধিকা এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন। মোটামুটি নিশ্চিত এটি। তিনি বলেন, ‘দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন।’
ছবির নাম ভূমিকায় সিকান্দার চরিত্রে অভিনয় করার কথা সিয়ামের। এই অভিনেতা বলেন, ‘গল্প শুনেছি। ভালো লেগেছে। ছবির নাম ভূমিকায় আমার অভিনয় করার কথা। সিনেমাটির নাম প্রাথমিকভাবে এটা রাখা হয়েছে। তবে পরিবর্তন হতে পারে। শুনেছি, ঈদে মুক্তির জন্য তাড়াতাড়িই শুটিং করতে চান পরিচালক। এখন শিডিউল নিয়ে একটু ঝামেলায় আছি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কাজটি করছি।’
শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির পর বাংলাদেশের আরেক তারকা শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজার কবি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন ইধিকা। এখন দেবের বিপরীতে কলকাতার ছবি ‘খাদান’–এ কাজ করছেন এই নায়িকা।
প্রেম ও সংকটের গল্প নিয়ে ‘সিকান্দার’। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
জানা গেছে, আগামি মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।