ইধিকা পাল। ছোটপর্দা থেকে উত্থান। বড়পর্দায় একের পর এক রোমান্টিক চরিত্রে সফল ছবি। সম্প্রতি ‘রঘু ডাকাত’-এর প্রকাশিত ঝলকে ধরা দিলেন যোদ্ধা রূপে তিনি। চরিত্রের নাম সৌদামিনী। রোমান্টিক নায়িকার খোলস ছেড়ে আরও পরিণত, দৃঢ়প্রত্যয়ী। কেমন ছিল এই বদলে যাওয়ার যাত্রা?

ইধিকা বলেন, ‘ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, খুব মন দিয়ে চরিত্রটি করার চেষ্টা করেছি। ট্রেলারে নিজেকে খুবই ভালো লেগেছে। আমার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, ভাইবোনরাও খুব উত্তেজিত। এরকম লুকে আমায় আগে কখনো দেখা যায়নি। তাই প্রথমবার আমায় এভাবে দেখে সবারই খুব ভালো লেগেছে।’
ইধিকার বড়পর্দায় হাতেখড়ি ২০২৩ সালে। ঢাকাই ছবির তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে। বাণিজ্যিকভাবে সেই ছবি সফল হতেই টলিউড থেকে ডাক। গত বছর কলকাতার ‘খাদান’-এ দেবের নায়িকা হয়ে আরও একবার দর্শকের মন জয় করে নেন তিনি।
চলতি বছর ঢাকায় ‘বরবাদ’-এ ফের শাকিবের সঙ্গে জুটি বেঁধে বাগিয়ে নেন আরেকটি হিট। আপাতত ‘রঘু ডাকাত’ মুক্তির অপেক্ষা। অর্থাৎ দেবের সঙ্গেই আরও একটি কাজ।
অনেকেই মনে করছেন, ইধিকা নাকি টলিউডের ‘লাকি চার্ম’। নায়িকাও কি সহমত? ‘কিশোরী’র কথায়, ‘আমি শুধু ভালো কাজ করতে চাই। যাতে এভাবেই সবাই আমাকে আরও উৎসাহ দেন। নিজের কাছে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



