‘বিএনপি ক্ষমতায় এলে মানিকগঞ্জে নতুন স্টেডিয়াম তৈরি করা হবে’

Rita

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : খেলাধুলাকে এগিয়ে নেওয়ার লক্ষে বিএনপি কাজ করছে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এলে মানিকগঞ্জে নতুন স্টেডিয়াম তৈরি করবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

Rita

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, খেলাধুলাকে এগিয়ে নেওয়ার লক্ষে বিএনপি কাজ করছে। আমরা ৫ই আগষ্টের পর মাত্র ৭ দিনে মানিকগঞ্জ স্টেডিয়ামকে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দীর্ঘ ১৬ বছর আমরা মাঠে প্রবেশ
করতে পারিনি, আমাদের খেলোয়াড়দের বঞ্চিত করে রেখেছিলো আওয়ামী পন্থীরা। আমি ডিসি’র সাথে কথা বলেছি এই স্টেডিয়ামের পরিধি বাড়ানোর জন্য, তিনি আমাকে পরিধি বাড়ানোর বিষয়ে সহমত জানিয়েছেন এবং দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। নতুন একটি স্টেডিয়াম মানিকগঞ্জে করতে চাই।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপিনেত্রী রিতা বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ভোটারবিহীন, ড্যামী ও পাতানো নির্বাচন করে ফ্যাসিষ্ট, মাফিয়া সরকার প্রশাসনের যোগসাজসে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে একতরফা নির্বাচন করে ক্ষমতায় অসীন হয়ে জনগণের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, গণতান্ত্রিক সভা সমাবেশ ভঙ্গ করে দিয়ে সরকার পরিচালনা করেছে। পতিত স্বৈরাচারের দোসররা সারাদেশে ফ্যাসিষ্ট রাজত্ব কায়েম করেছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের খেলাধুলার পরিবেশ বিনষ্ট করে দিয়েছিল। দেশীয় সংস্কৃতিও সাংস্কৃতিক কর্মীরা মুক্তভাবে কাজ করতে পারেনি। ক্রীড়াঙ্গণে স্থবিরতা নেমে এসেছিল।

তিনি বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক প্র‍য়াত আরাফাত রহমান কোকোকে স্বরণ করে বলেন ক্রিকেটে তার ভূমিকা অপরিসীম যা কখনোই ভোলার নয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট জহিরুল আলম লদি, অ্যাডভোকেট আতাউর রহমান ফরিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ।