Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শাকিব বলিউডে জন্মালে শাহরুখদের চেয়েও বেশি জনপ্রিয় হতেন
    বিনোদন

    শাকিব বলিউডে জন্মালে শাহরুখদের চেয়েও বেশি জনপ্রিয় হতেন

    Saiful IslamJune 12, 20227 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : প্রত্যেক মানুষই কারো না দ্বারা কারো দ্বারা প্রভাবিত। কেউ তার বাবা কিংবা মায়ের প্রভাবে নিজের জীবনকে বিকশিত করেন। কেউ বড় ভাইবোনের মতো হতে চাওয়ার চেষ্টাকেই জীবনের ব্রত করে নেন।
    শাকিব খান-শাহরুখ খান
    কেউ আবার কোনো মনীষীকে করে নেন জীবনের উৎসাহ। প্রভাবিত হবার এ চর্চাকেও একরকম শিল্পের গুণ বলা যেতে পারে। তবে তাতে যদি নিজস্বতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা যায়।

    প্রভাবিত হবার এমন গল্পে দারুণ এক সংযোজন ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান। তার ভক্তরা কখনো তাকে শাহরুখ খান আবার কখনো সালমান খানের সঙ্গে তুলনা করেন। সম্প্রতি অপুকে ডিভোর্স কাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে শাহরুখকে ‘নকল’ করে চলা শাকিবের এ প্রবণতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তদের সঙ্গে এ নিয়ে সাধারণ সিনেমাপ্রে’মীদের তর্ক চলছেই। ভক্তদের দাবি, শাকিব বলিউডে জন্মালে শাহরুখদের চেয়েও বেশি জনপ্রিয়হতেন। আর বিপরীতমুখীরা বলছেন, যে নায়ক অন্য দেশের নায়কের সবকিছু কপি করে সে নায়ক কখনোই বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না।

    তর্ক-বিতর্ক যাই হোক, শাকিবের জীবনের কিছু বিষয় স্পষ্টই প্রমাণ দেয়, বলিউড বাদশাহ দ্বারা তুমুল প্রভাবিত তিনি। নিজের নাম থেকে শুরু করে ছেলের নামেও শাহরুখের প্রভাব দেখা যায় শাকিবের। তবে আদর্শ, মানবিকতা, মূল্যবোধে শাহরুখের সঙ্গে তার যোজন যোজন দূরত্ব।দেখে নেয়া যেতে পারে শাকিব খান তার তারকাজীবনে শাহরুখকে কতোটা অনুসরণ করেছেন। এ বিষয়ে আলোচনার প্রথমেই কথা বলা যায় নাম নিয়ে। নারায়ণগঞ্জে জন্ম নেয়া গোপালগঞ্জের ছেলে শাকিব খানের নাম কিন্তু এটা ছিল না। তিনি মাসুদ রানা হিসেবেই বেড়ে উঠেছিলেন, এটাই তার পারিবারিক নাম।

    এ নাম নিয়েই তিনি এফডিসিতে এসেছিলেন এবং ঘুরে বেড়িয়েছেন নাচের শিল্পী হিসেবে। সেই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে তিনি নায়ক হিসেবে আবির্ভূত হন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবি দিয়ে। সেটি মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। তখনই বদলে যায় নামখানা। মাসুদ রানা হয়ে উঠলেন শাকিব খান।শাহরুখের খান থাকলো উপাধি হিসেবে আর নামের শুরুতে রইলো শাহরুখের প্রথম শব্দ ‘শা’। পরিচালক সোহানুর রহমান সোহান দিয়েছিলেন শাকিবের এ নাম। এক সাক্ষাৎকারে শাকিব নিজেই জানিয়েছেন এ কথা।

       

    মুসলিম হয়েও শাহরুখ ভালোবেসে বিয়ে করেছেন হিন্দু ধর্মের মেয়ে গৌরিকে। শাকিব খানও ভালোবেসে বিয়ে করেছেন অপু বিশ্বাসকে। তবে শাহরুখ তার স্ত্রীর ধর্ম পরিবর্তনের জন্য কোনো রকম চাপ বা উৎসাহ দেননি। কিন্তু শাকিব খান তার স্ত্রীকে ইসলাম গ্রহণ করতে পরামর্শ দেন এবং তার নাম রাখেন অপু ইসলাম খান। অপু নিজেই গণমাধ্যমে সে কথা জানিয়েছেন।শাহরুখ তার বসবাসের জন্য মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন ‌‘মান্নাত’ নামে। শাকিব খানও গাজীপুরে পূবাইলে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন ‘জান্নাত’ নামে। শাহরুখ তার বাড়িতে কখনোই সিনেমার শুটিং করেন না। আর শাকিব তার বাড়িটিকে শুটিং স্পট হিসেবে ভাড়া দেন নিয়মিতই।

    শাহরুখ খানের কনিষ্ঠ ছেলের নাম রেখেছেন আব্রাম খান। শাকিব খানও তার একমাত্র ছেলের নাম রেখেছেন আব্রাম খান। তবে শাকিব ছেলের একটি ডাক নাম রয়েছে, জয়। বলিউডে সালমান, আমির, ইরফান, সাঈফসহ আরও কয়েকজন নায়ক রয়েছেন যাদের নামের শেষে খান উপাধি যুক্ত। সবার থেকে শাহরুখকে আলাদা করতে ‘কিং খান’ শব্দটি ব্যবহার করা হয় সেখানে। শাকিবও নিজেকে কিং খান হিসেবে পরিচিত করেছেন। সেই নামে সিনেমাও করেছেন তিনি।

    শাহরুখ খানের ছবি আছে ‘মাই নেম ইজ খান’ নামে। শাকিবও একই নামে ছবি করেছেন। আফসোসের বিষয় হলো শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ ছবিটিতে ‘মুসলামান মানেই সন্ত্রাস নয়’ এ বিষয়টির উপস্থাপন ও ইউরোপ আমেরিকাতে মুসলমানদের প্রবেশ ও থাকার ভোগান্তির চিত্র দেখে দর্শক কেঁদেছে আর শাকিবের ‘মাই নেম ইজ খান’ ছবিটি দর্শককে স্বস্তা সংলাপ আর গল্পে বিরক্তি দিয়েছে।

    শাহরুখ খান প্রযোজক হিসেবেও বলিউডে প্রতিষ্ঠিত। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ থেকে নিয়মিতই সিনেমা-ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। শাহরুখ ছাড়াও ইন্ডাস্ট্রির অন্য নায়কদের নিয়ে কাজ করে তার প্রতিষ্ঠানটি। শাকিবও প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’র মালিক। তবে শুধুমাত্র নিজে নায়ক হয়েই নিজের পেছনে টাকা ঢালেন তিনি। নতুনদের উৎসাহ বা প্রতিষ্ঠিত করতে কোনো উদ্যোগ দেখা যায়নি।কিছুদিন আগে শাহরুখ খানকে নিয়ে ‘রংবাজ’ নামে একটি নতুন ছবির ঘোষণা আসে। শাকিবও শামীম আহমেদ রনির পরিচালনায় একই নামে একটি ছবি করেছেন। শাকিবের ছবিটি মুক্তি পেলেও শাহরুখের ছবিটি এখনো নির্মাণাধীন। শোনা যাচ্ছে ওই ছবির নাম বদলে যাচ্ছে।

    এসব কিছু চিত্র দেখে বোঝাই যায় নিজের নায়ক জীবনের চারপাশে শাহরুখ খানকে জড়িয়ে রেখেছেন শাকিব খান। তবে শাহরুখের মতো একজন আদর্শ মানুষ, আদর্শ স্বামী, আদর্শ পিতা, গ্রহণযোগ্য মেন্টর, সব শ্রেণির কাছে গ্রহণযোগ্যতা, নতুন প্রজন্মের কাছে আইকন হওয়ার যোগ্যতা রপ্ত করতে পারেননি শাকিব। শাহরুখের ব্যক্তিত্ব ‍ও মানবীয় গুণাবলী থেকে তিনি নিজেকে প্রভাবিত করতে পারেননি।শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারে কখনোই শোনা যায়নি কোনো বাজে স্ক্যান্ডাল। ‘ডন’ সিনেমা করতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে জড়িয়ে কিছু কথা ছড়ালেও শেষাবধি তা সিনেমা’র প্রচার হিসেবেই গ্রহণ করেছে দর্শক। কিন্তু শাকিব তার ছবির অনেক নায়িকা নিয়েই স্ক্যান্ডালের জন্ম দিয়েছেন।

    সর্বশেষ নায়িকা বুবলীর সঙ্গে শাকিবের প্রেম নিয়ে তো আলোচনা-সমালোচনার শেষই নেই। বুবলীকে বিয়ে করেছেন, সে সংসারে এক মেয়ে জন্মেছে; এ কথাও ছড়ানো আছে চলচ্চিত্রপাড়ায়।শাহরুখ খান দর্শকপ্রিয়তার পাশাপাশি জয় করেছেন তার অগ্রজ-অনুজ সহকর্মীদেরও মন। নতুন প্রজন্মের তারকারা তাকে আইকন হিসেবে শ্রদ্ধা করেন। নিজের অদৃশ্য মেন্টর হিসেবে দাবি করেন। কিন্তু পৌনে তিনশ ছবি করা শাকিব খানকে আইকন মেনে ইন্ডাস্ট্রিতে আসা নায়ক বা তারকার সংখ্যা দূরবীন দিয়েই খুঁজে বের করতে হবে।

    শাহরুখ খানের হাত ধরে দীপিকা, আনুশকার মতো তারকরা বলিউড জয় করেছেন। কাজল, মাধুরী, রানি মুখার্জি, জুহি চাওলারা পেয়েছেন শাহরুখের নায়িকা হিসেবে বিশেষ জনপ্রিয়তা। কিন্তু শাকিব খানের বেলাতে তেমনটি দেখা গেছে কেবল অপু বিশ্বাস আর বুবলীর বেলাতে। এই দুই নায়িকা ইন্ডাস্ট্রিতে একটা অবস্থান করে নিতে পারলেও সেটা কেবলই শাকিবের নায়িকা হিসেবে। সেই বলয় ভেঙে তারা অন্য নায়কদের সঙ্গে সফল হতে পারেননি। দীপিকা-আনুশকাদের মতো সার্বজনীন হতে পারেননি। নায়িকাদের বগলবন্দী করে রাখা নিয়ে শাকিবের স্বভাবের সুনাম ও সমালোচনা দুই-ই প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিতে।

    শাহরুখ খানকে নিয়েও অনেক সময় নানা রকম সমালোচনা শোনা যায়। কিন্তু তিনি কখনোই কোনোদিন সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেছেন এমনটা শোনা যায়নি। বরং সাংবাদিকদের যথাযোগ্য মূল্যায়ন, সময়মতো সংবাদ সম্মেলনে হাজির হওয়া নিয়ে শাহরুখের সঙ্গে কারো তুলনা চলে না। তিনি নিজে যেমন সাংবাদিকদের সম্মান করার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন তেমনি বলিউডের সাংবাদিকরাও শাহরুখকে সবসময় প্রশংসা করে গেছেন তার ব্যবহারের। সিনিয়র শিল্পীদের সম্মান করার বেলাতেও শাহরুখ অনবদ্য এক অ’ভিনেতার নাম। শুটিং স্পটে সময়মতো হাজির হওয়া নিয়েও কোনোদিন শাহরুখের সমালোচনা শুনতে পাওয়া যায়নি।

    কিন্তু শাকিব খান মানেই ‘লেট’। সে হোক শুটিং স্পট কিংবা সংবাদ সম্মেলন। তিনি যেন ধরেই নিয়েছেন সবাইকে কয়েক ঘণ্টা অপেক্ষায় বসিয়ে রাখতে পারাটাই স্টারডম। শুটিং স্পটে তিনি ‘নায়ক শাকিব’ মুডেই থাকেন সবসময়। এই স্টারডম থেকে বেরিয়ে সাধারণ মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারেননি তিনি।আর শুটিংয়ের শিডিউল দেয়া, শুটিং স্পটে আসা যাওয়ার অনেক নেতিবাচক খবরই গণমাধ্যমে এসেছে বহুবার। এরমধ্যে গত বছর একটি ছবির মহরতে সিনিয়র অভিনেত্রী আনোয়ারা ও একঝাঁক সাংবাদিককে প্রায় ৪ ঘণ্টা এফডিসিতে বসিয়ে রেখেও আসেননি শাকিব। এটা তিনি অহরহই করেন। একজন সফল নায়কের কাছে সময়জ্ঞান, সিনিয়রদের প্রতি যথাযোগ্য সম্মান, সাংবাদিকদের যথাযোগ্য মূলায়ণ প্রত্যাশা করেন সবাই।

    এখানে এ বিষয়টিও উল্লেখ করা যায়, শাহরুখ খান সিনেমার ক্যারিয়ারের শুরু থেকেই বিবাহিত বলে পরিচিত ছিলেন। ক্যারিয়ারের ভয়ে তাকে স্ত্রী-সংসার আড়ালে রাখতে হয়নি। বরং স্ত্রীর প্রতি ভালোবাসা ও সন্তানদের নিয়ে আদর-আহ্লাদ তিনি প্রকাশ করেছেন ঘটা করেই। আর শাকিব খান ক্যারিয়ারের ভয়ে আট বছর গোপন রেখেছেন বিয়ের খবর।শাহরুখ খানের ব্যস্ততা নতুন করে বলার কিছু নেই। সিনেমা, নানারকম ব্যবসা নিয়ে দিন কাটে তার। এসবের মধ্যেও সময় পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হন তিনি। স্ত্রী, পুত্র-কন্যাদের নিয়ে অবকাশ যাপন করেন সাধারণ একজন মানুষের মতোই।

    আর শাকিব খান বিয়ের খবরটাই রেখেছিলেন গোপন। সিনেমার ব্যস্ততার দোহাই দিয়ে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকেননি। প্রথমবারের মতো ছেলের মুখ দেখেছিলেন কয়েক মাস পর! নিজে শুটিংয়ের টানে দেশ-বিদেশ ঘুরে বেড়ালেও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর কখনো শোনা যায়নি স্ত্রী-পুত্রকে নিয়ে কোথাও ঘুরতে বেড়িয়েছেন। চলতি বছরের দুটি ঈদের একটিতেও শাকিবকে দেখা যায়নি স্ত্রী-ছেলের সঙ্গে। ছেলের মার্কেট করে দিয়েই তিনি সাংসারিক দায়িত্ব পালন করেছিলেন।

    প্রায় সময়ই দেখা যায় শাহরুখ তার বাবা ও মাকে নিয়ে নানা রকম আবেগঘন মন্তব্য করেন। সেসব মন্তব্য নতুন প্রজন্মকে উৎসাহ দেয় মা-বাবা ও পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হতে। কিন্তু শাকিব খানের পরিবার সম্পর্কে তার ভক্তরা তেমন কোনো তথ্য জানে না বললেই চলে। তিনি জনপ্রিয়তা পেলেও তার পরিবার ও পরিবারের মানুষেরা থেকে গেছেন আড়ালেই। যার কারণে পারিবারিক বা সামাজিক মূল্যবোধের জায়গাটিতেও কখনো শাকিব প্রভাব ফেলতে পারেননি।

    শাহরুখের প্রতি শাকিবের দুর্বলতা গোপন কিছু নয়, বেশ প্রকাশ্যই বলা চলে। তবে শাহরুখের মানবীয় গুণাবলী তিনি এড়িয়ে চলেছেন হতাশাজনকভাবে। শাহরুখের ব্যক্তিত্ব তিনি রপ্ত করতে পারেননি, হয়তো চেষ্টাও করেননি। শাহরুখের মতোই সেরা নায়ক আর সুপারস্টার হওয়ার ঘোরেই কেটে যাচ্ছে তার দিনগুলো। পরিণত হয়েছেন অভিনয়ে, বলিউড থেকে তামিল হিরোদের স্টাইল-ফ্যাশন আর লুক কপি করে; পরিণত হতে পারেননি জীবনবোধের ভাবনা ও দর্শনে।

    প্রায়ই মনে হয়, নায়ক হিসেবে জনপ্রিয়তার যে চূড়ায় তিনি উঠেছেন তার সঙ্গে নিজের বিনয় ও মানবীয় গুণগুলোকেও শাকিব যদি নান্দনিকতার চূড়ায় নিয়ে যেতে পারতেন হয়তো বাংলাদেশ অসাধারণ কাউকে পেতো। হয়তো ঢাকাই ছবির ইন্ডাস্ট্রি একটা কালজয়ী নাম পেত। মাশরাফি বিন মর্তুজা বা সাকিব আল হাসানের মতো শাকিব খান হতে পারাটাও হয়তো নতুন প্রজন্মের স্বপ্ন হতো।

    একই দিনে মিথিলার দুই ছবির মুক্তি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    চেয়েও জনপ্রিয় জন্মালে বলিউডে বিনোদন বেশি শাকিব শাহরুখদের হতেন
    Related Posts
    ওয়েব সিরিজ

    নেট দুনিয়ায় সেরা কয়েকটি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

    September 21, 2025
    দেলোয়ার জাহান ঝন্টু

    অসুস্থ হয়ে হাসপাতালে গুণি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

    September 21, 2025
    মঞ্চ মাতান দেব

    পাঁচ নায়িকার সঙ্গে মঞ্চ মাতালেন টালিউড সুপারস্টার দেব

    September 21, 2025
    সর্বশেষ খবর
    ধনী

    লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি ধনী হতে পারবেন না

    fireball over france what happened

    Fireball Over France: What Happened When Asteroid 2023 CX1 Exploded

    ওয়েব সিরিজ

    নেট দুনিয়ায় সেরা কয়েকটি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

    the lady from the sea

    The Lady from the Sea Returns in Bold Modern Rewrite at London’s Bridge Theatre

    দেলোয়ার জাহান ঝন্টু

    অসুস্থ হয়ে হাসপাতালে গুণি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

    Where and how to watch F1 race today

    Where and How to Watch F1 Race Today: Azerbaijan Grand Prix Start Time and Streaming

    F1 Start Time Today

    F1 Start Time Today: Azerbaijan Grand Prix 2025 Race Schedule, Baku Weather and How to Watch

    অপরিহার্য Android অ্যাপ

    Android Apps ২০২৫: বছরের সেরা ৫ অ্যাপ্লিকেশন

    স্যাম ফেস্টিভ সেল

    Samsung-এর উৎসব বিক্রয়ে Galaxy স্মার্টফোনে বিশেষ ছাড়

    Philippines Anti-Corruption Protests

    Philippines Anti-Corruption Protests: Thousands Rally in Manila Over $9.5B Flood Control Scandal

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.