গুগলে থেকে যায় আপনার সার্চ হিস্ট্রি, স্টোরেজ হয় ছবি, বার্তা, মেইল, ফাইলসহ অজস্র ব্যক্তিগত তথ্য। ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যক্তিগত ফাইল, ছবি, ভিডিওসহ একাধিক তথ্য জমা রয়েছে এ গুগল অ্যাকাউন্টে। যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে এসব তথ্য চুরি করতে পারে খুব সহজেই। তাই পরীক্ষা করুন আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না। যেভাবে জানতে পারবেন-
♦ প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান এবং নিচের দিকে স্ক্রল করে গুগল অপশন ট্যাপ করুন।
♦ এবার গুগল অপশনে ট্যাপ করে ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।
♦ তারপর সোয়াইপ করে সিকিউরিটি সেকশনে ট্যাপ করুন।
♦ নিচে স্ক্রল করে ‘ম্যানেজ অল ডিভাইস’ অপশনে ক্লিক করুন।
♦ এখানে গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন ডিভাইস লগইন আছে তা দেখা যাবে।
♦ এখানে আপনার যদি কোনো ডিভাইস সন্দেহজনক বা অপরিচিত মনে হয় তাহলে ওই ডিভাইসে ক্লিক করুন।
♦ এরপর একটি ‘সাইন আউট’ অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এভাবে যেসব ডিভাইস আপনার সন্দেহজনক মনে হবে সেখানে ক্লিক করে সাইন আউট করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।