জুমবাংলা ডেস্ক : সিটি টোলের নামে কাঁচাবাজারে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ব্রয়লার মুরগি ১৫০ টাকা দরে কেনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
শনিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে এ কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, বর্তমান উচ্চমূল্যের বাজারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ন্যূনতম আমিষ চাহিদা মেটাতে নিত্যপণ্যের দাম কমানোর বিকল্প নেই। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও দাবি করেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর দোষারোপ না করতে বর্তমান মেয়রের প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সিটি করপোরেশনকে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।