গান রেকর্ড না হলে আ-ত্ম-হ-ত্যা করব: কবির বকুল

বিনোদন ডেস্ক : নিজের গান রেকর্ড না হওয়ায় আত্মহত্যা করার কথা ভেবেছিলেন দেশের জনপ্রিয় গীতিকার কবির বকুল। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথাই ভক্তদের জানালেন গীতিকার।

নব্বইয়ের দশকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বকুল। অনুষ্ঠানে আলাপচারিতায় বকুল আরও জানান, ওই সময় তার লেখা দুইটি গান রেকর্ড হওয়ার পর আর কোনো গান রেকর্ড হচ্ছিল না। এরমধ্যে একজনকে ভালোবাসার কথা জানিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। তাই সব মিলিয়ে মানসিক চাপে ছিলেন বকুল।

মানসিক চাপ থেকে যখন এমন সিদ্ধান্ত নেন তার কিছুদিনের মধ্যেই তার নতুন একটি গান রেকর্ড হয়। যে কারণে আত্মহত্যা করার পথ থেকে সরে আসেন তিনি, এমনটাই জানালেন বকুল।

এ সময় বকুল আরও জানান, আত্মহত্যার পথ থেকে সরে আসলেও প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় জীবনে আর বিয়ে করবেন না- এমন সিদ্ধান্তে অটল ছিলেন বকুল। সেই অটল সিদ্ধান্ত ভেঙে যায় যখন ৯৭ সালে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর সঙ্গে তার দেখা হয়।

বকুল এসময় একটু হেসেই বলেন, তখন মুন্নী কন্ঠশিল্পী ছিল না। ওর সাথে পারিবারিকভাবে আমার জানাশোনা ছোটবেলা থেকেই। মজার বিষয় হলো, মুন্নীর মামার বন্ধু ছিলেন বকুলের ভাই। ওই হিসেবে বিয়ের আগে বকুলকে মামাই ডাকতেন মুন্নী।

কিন্তু হঠাৎ ৯৭ তে মুন্নীকে দেখে ভালো লাগা কাজ করে এই গীতিকারের। প্রথমবার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ায় তাই মুন্নীকে তিনি কোনো প্রেমের প্রস্তাব দেননি। সরাসরি দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। হঠাৎ এমন প্রস্তাবে মুন্নী কোনো উত্তর না দিলেও ৫ দিন পর বিয়ের সম্মতি জানিয়েছিলেন।

তাই আত্মহত্যার পথ থেকে সরে আসার পাশাপাশি বিয়ে না করার সিদ্ধান্ত থেকেও সরে আসেন খ্যাতিমান এ গীতিকার।