জুমবাংলা ডেস্ক : তাকওয়া ও কোরআনের বাংলাদেশ গড়তে পারলে ছাত্রজনতা যে প্রত্যাশা নিয়ে বিপ্লব করেছিল, তা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৭ মার্চ) রাজধানীর একটি কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
গোলাম পারওয়ার জানান, কোরআনের বিজয় না হলে তাকওয়ার বিজয়কে শতভাগ অনুশীলন করা যায় না। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা গেলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এ সময় তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।