জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিন-লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ‘অন্যায়’ যুদ্ধ বন্ধ করতে না পারলে গোটা বিশ্ব সংঘাতে জড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল ইসরাইল কতৃর্ক লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করা হয়েছে। এই সব হামলায় অসংখ্য শিশু, নারী ও পুরুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।’
তিনি বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখন পর্যন্ত এই ভয়ংকর, প্রাণঘাতি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই প্রাণঘাতী, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এই যুদ্ধ বন্ধ করতে না পারলে গোটা বিশ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারে।’
কালবিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel