জুমবাংলা ডেস্ক : সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিজেদের ব্যবসায়িক ধারণা সরাসরি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করে ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ বুঝে নেয়ার সুযোগ করে দিচ্ছে ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’। উপস্থাপিত ব্যবসায়িক ধারণাটি পছন্দ হলে একটি চুক্তির মাধ্যমে উদ্যোক্তাদের নগদ অর্থ দেবেন বিনিয়োগকারীরা। পুরো প্রক্রিয়াটি সম্প্রচারিত হবে টিভি চ্যানেলে।
শার্ক ট্যাংক নামে পরিচিত এ ব্যবসায়িক রিয়েলিটি শোটি পৃথিবীর বিভিন্ন দেশে পরিচালিত হয়ে আসছে। অবশেষে টেলিকম কোম্পানি রবির সহায়তায় সনি পিকচার এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করে সেই শো বাংলাদেশে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্লাটফর্ম বঙ্গ।
রিয়েলিটি শোটির প্রথম সিজনের জন্য গত বছরের নভেম্বরে উদ্যোক্তাদের থেকে আবেদন নিতে শুরু করে আয়োজকরা। প্রায় দুই হাজার আবেদন যাছাই-বাছাই শেষে মনোনীতদের নিয়ে শুটিং করতে যাচ্ছেন তারা। ১২ ফেব্রুয়ারি থেকে এ শোর শুটিং শুরু হবে। শুটিং শেষে শিগগিরই বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে রিয়েলিটি শোটি। শো প্রযোজনায় সরাসরি নির্দেশনা দেবেন বিখ্যাত প্রযোজক আর্চ ডাইসন ও কেভিন হাইল্যান্ড। তারাই পৃথিবীর বিভিন্ন দেশে শোটির বিভিন্ন সংস্করণ তৈরি ও তত্ত্বাবধানে সহায়তা করে আসছেন।
উদ্যোক্তাদের ধারণায় যারা বিনিয়োগ করবেন তাদেরকে বলা হচ্ছে শার্ক। আয়োজকরা জানিয়েছেন, এরই মধ্যে ছয়জন শার্ক যুক্ত হয়েছেন এ উদ্যোগে। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শার্কদের নাম ঘোষণা করেন আয়োজকরা।
শার্ক ট্যাংক বাংলাদেশ সিজন ১-এর শার্করা হলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) এমডি ও সিইও সামি আহমেদ, অ্যাডকম হোল্ডিং গ্রুপের এমডি নাজিম ফারহান চৌধুরী, ম্যাজেস্টো লিমিটেডের এমডি গোলাম মুর্শেদ, একেএস খান হোল্ডিংস লিমিটেডের এমডি সামানজার খান, বিডিজবস ডটকমের এমডি ফাহিম মাশরুর এবং তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।