ডাকঘরে ৫ বছরের জন্য ২০ লাখ টাকা রাখলে পাবেন ২৯ লাখ

জুমবাংলা ডেস্ক : হাতে টাকা থাকলেই খরচা করে ফেলছেন? তাহলে বেশি টাকা হাতে না রেখে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ ৷ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারলে আপনার জন্য পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সব থেকে ভালো ৷ এই স্কিমে পোস্ট অফিস বর্তমানে ৭.৭০ শতাংশ সুদ দিচ্ছে ৷

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হলো ভারতীয় ডাকঘরের অধীনে একটি সঞ্চয় প্রকল্প। এই সার্টিফিকেট কিনতে পারেন যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, শিশু এবং যে কোনো ট্রাস্ট। এ ছাড়া দু’জন প্রাপ্তবয়স্করও যৌথভাবে এই সার্টিফিকেট কিনতে পারেন। ভারতের যে কোনো ডাকঘর থেকে কেনা যায় এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের বেনিফিট- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করলে আয়কর ছাড় পাওয়া যায়। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করলে সেকশন ৮০সি অনুযায়ী আয়কর আইন অনুযায়ী ছাড় পাওয়া যায়।

এনএসসি সরকার সমর্থিত স্কিম। তাই নিশ্চিত রিটার্নের গ্যারান্টি থাকে। শুধু তাই নয়, এই স্কিমে ১.৫ লাখ টাকা বিনিয়োগ আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে ছাড়যোগ্য। এনএসসি-তে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে কত সুদ মিলতে পারে দেখে নেওয়া যাক।

১ লাখ টাকা জমা করে ৫ বছরে মোট ৪৪ হাজার ৯০৩ টাকা সুদ পাওয়া যায়। অর্থাৎ পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর বিনিয়োগকারী ১.৪৪ লাখ টাকা হাতে পাবেন।

৩ লাখ টাকা বিনিয়োগ করলে সুদের পরিমাণ বাড়বে। ৫ বছরের মেয়াদে ১.৩৪ লাখ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ মেয়াদ শেষে বিনিয়োগকারী হাতে পাবেন ৪.৩৪ লাখ টাকা। আর পাঁচ বছরের মেয়াদে ২০ লাখ টাকা বিনিয়োগে ৮.৯৮ লাখ টাকা সুদ পাওয়া যাবে। মেয়াদ শেষে হাতে মিলবে ২৮.৯৮ লাখ টাকা।