যে স্কিমে রাখলে পাবেন ১ লাখ টাকা পেনশন

পেনশন প্ল্যান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) থেকে গত বছরের অগাস্ট মাসে একটি ইন্ডিভিজ্যুয়াল ইনস্ট্যান্ট অ্যানুইটি প্ল্যান নিয়ে আসা হয়েছে। সেটা হলো এলআইসি সরল পেনশন প্ল্যান। এটা হলো নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং আপফ্রন্ট সিঙ্গেল প্রিমিয়াম স্কিম।

পেনশন প্ল্যান

এটা যেহেতু একটি অ্যানুইটি প্ল্যান, যেখানে এই প্ল্যানের সূচনা থেকে ৫ শতাংশ অ্যানুইটির হার নিশ্চিতভাবে পাওয়া যায়। এলআইসি প্ল্যানের অধীনে অ্যানুইট্যান্টের কাছে পেমেন্টের বিকল্প থাকে। অর্থাৎ তিনি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক- কীভাবে পেমেন্ট দেবেন, সেই বিকল্প নিজেই বেছে নিতে পারবেন।

এলআইসি সরল পেনশন প্ল্যানের তথ্য অনুযায়ী, ৪০ থেকে ৮০ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই অ্যানুইটি পেনশন স্কিম সাবস্ক্রাইব করতে পারেন কিংবা কিনতে পারেন।

এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যে এলআইসি সরল পেনশন প্ল্যানের তথ্য বলছে, এই স্কিমের অধীনে পলিসিহোল্ডার ন্যূনতম ১০০০ টাকার মাসিক পেনশন অথবা বার্ষিক ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন। এই ন্যূনতম পেনশনের জন্য গ্রাহককে ২.০৫ লাখ টাকার ওয়ান টাইম সিঙ্গল প্রিমিয়াম পেমেন্ট করতে হবে।

আবার ১০ লাখ টাকার সিঙ্গেল প্রিমিয়াম বিনিয়োগ করলে বিনিয়োগকারী বার্ষিক ৫০ হাজার ২৫০ টাকা পেনশন পাবেন। এ রকমভাবে এই স্কিমের অধীনে বিনিয়োগকারী যদি ১ লাখ টাকা বার্ষিক পেনশন চান, তাহলে তাকে ২০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম পেমেন্ট প্রদান করতে হবে।

এলআইসি সরল পেনশন প্ল্যানের গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ সুবিধার প্রারম্ভিক কাল থেকে ৬ মাস সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই এলআইসি প্ল্যানের অধীনে ঋণের সুবিধা পাওয়া যায়।

এক্সিট প্ল্যানের সূচনাকাল থেকে ৬ মাস পর্যন্ত এলআইসি সরল পেনশন প্ল্যান থেকে বেরিয়ে যেতে পারেন বিনিয়োগকারী।

এলআইসি সরল পেনশন প্ল্যান সুদের হারে এই অ্যানুইটি প্ল্যান ৫ শতাংশ হারে অ্যানুইটি রিটার্ন প্রদান করে থাকে।

লাইফটাইম পেনশন সুবিধার ক্ষেত্রে এলআইসি সরল পেনশন প্ল্যান হলো লাইফ পলিসি। অর্থাৎ এটা গোটা জীবনের জন্য। ফলে পলিসিহোল্ডার সূচনাকাল থেকে সারা জীবন ধরে বার্ষিক অথবা মাসিক পেনশন পেতে পারেন।

তিন শর্তে দেবের নায়িকা হতে চাইলে

ডেথ বেনিফিট ফর নমিনির ক্ষেত্রে এলআইসি সরল পেনশন প্ল্যান সাবস্ক্রাইবারের মৃত্যুর পরে বেস প্রিমিয়াম নমিনিকে ফিরিয়ে দেওয়া হবে।

এদিকে, নো ম্যাচিউরিটি বেনিফিট এলআইসি সরল পেনশন প্ল্যানের ক্ষেত্রে পলিসিহোল্ডার যতদিন বেঁচে থাকবেন, ততদিন কোনো রকম ম্যাচিউরিটি বেনিফিট পাওয়া যাবে না।