বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইতিমধ্যেই মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। জানেন কি এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা।
বর্তমান সময়ে আট থেকে আশি কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপে সড়গড়। দিনভর মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে। সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকীদের জন্য আরও আকর্ষনীয় ফিচার নিয়ে আসার। সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে সংস্থা। তবে এতদিন পর্যন্ত এই ফিচারে কেবল প্রশ্নই করা যেত। ছবি বা কিছু পাঠানো যেত না। এবার এই এআই অ্যাসিস্ট্যান্সে নয়া ফিচার যুক্ত হতে চলেছে। WabetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এবার এআই-এর সঙ্গে চ্যাটে ছবি আদানপ্রদান করা যাবে।
ব্যাপারটা ঠিক কী? কেন এই ছবি আদান প্রদান? জানা গিয়েছে, ছবি পাঠিয়ে এআই-কে জিজ্ঞেস করা যাবে কোনও ত্রুটি বা সমস্যা রয়েছে কি না। সংস্থা সূত্রে খবর, ছবিতে কোনও ভুল থাকলে তা এডিট করে দেবে এআই। জানা গিয়েছে, ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর। তাঁরা যখন খুশি সেই ছবিগুলি ডিলিট করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।