লাইফস্টাইল ডেস্ক : শুধু জীবন কাটাতে বেঁচে থাকা এবং সুন্দরভাবে বেঁচে থাকতে জীবন কাটানোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এই সুন্দরভাবে বেঁচে থাকতে গড়ে তুলতে হয় ভালো কিছু অভ্যাস, যা আপনাকে একটি সুন্দর জীবনের পাশাপাশি উপহার দেবে একটি সুন্দর ভবিষ্যৎ। অনেকের কাছে এটি বেশ কঠিন একটি যাপনরীতি মনে হতে পারে। তবে এটি মোটেও কঠিন কোনো বিষয় নয়।
যে কেউ চাইলে এই অভ্যাসগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন। এর জন্য আপনাকে ধনী, উচ্চশিক্ষিত কিংবা অসাধারণ প্রতিভাবানও হতে হবে না। চলুন এ রকম কয়েকটি অভ্যাস সম্পর্কে জেনে নিই, যা মাত্র পাঁচ বছরের মধ্যে আপনার জীবনে এনে দিতে পারে সাফল্যের সুবাতাস।
১. স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন
জীবনে শুধু লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয়, লক্ষ্য হতে হবে স্মার্ট। স্মার্ট বলতে বোঝানো হচ্ছে নির্দিষ্ট, অর্জনযোগ্য ও প্রাসঙ্গিক। অনেক সময় আমরা এমন অনেক লক্ষ্য নির্ধারণ করে বসে থাকি, যা আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক নয়। আর এ কারণেই মূলত এসব লক্ষ্য অর্জন করাও হয়ে ওঠে না। তাই এমন কিছু নির্ধারণ করুন, যা আপনার জীবনের সঙ্গে প্রাসঙ্গিক। সে অনুযায়ী পরিকল্পনা ও অনুশীলন করুন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। শুধু লক্ষ্য নির্ধারণ করে বসে থাকলে চলবে না, সে অনুযায়ী কাজ শুরু করতে হবে।
২. প্রতিদিন নতুন কিছু শিখুন
এ অভ্যাস কতটা গুরুত্বপূর্ণ, তা কেবল এটি অনুশীলন করলেই অনুধাবন করা সম্ভব। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে ক্রমাগত নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই; বরং এটি সময়ের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষের দিকে তাকালে দেখবেন, তাঁরা ক্রমাগত জীবনে এগিয়ে যাচ্ছেন। ব্যাপারটি নিশ্চয়ই আপনাকে জীবনের কোনো না কোনো সময় অবাক করেছে। এর মূলমন্ত্র কিন্তু একটিই। তা হলো নতুন কিছু শেখা। তাঁরা নিজেকে সব সময় নতুন কিছু জানা ও শেখার মধ্যে ধরে রাখছেন। এ জন্য যে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা খরচ করতে হবে, তা কিন্তু নয়। প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টার মতো হলেও সময় বের করুন এবং নতুন কিছু শিখুন।
৩. যেকোনো ব্যর্থতাকে শেখার নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন
ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। জীবনে একবারে সফল হওয়ার দৃষ্টান্ত খুব কম থাকে। আবার কেউ একবার ব্যর্থ হয়ে কখনো সফল হতে পারেনি, এ রকম দৃষ্টান্তও খুব কম। জীবনে ব্যর্থতা আসবেই। হতাশ হলে চলবে না। ব্যর্থতাকে গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করতে হবে। আপনার ব্যর্থতা থেকে নতুন কিছু শেখার চেষ্টা করুন। খুঁজে বের করুন আপনি কোথায় ভুল করছেন।
৪. স্বাস্থ্যকর জীবন যাপন করুন
জীবনে এগিয়ে যেতে হলে স্বাস্থ্যকর জীবনযাপন একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেটি হতে পারে শারীরিক কিংবা মানসিক স্বাস্থ্য। যখন আপনি শারীরিক ও মানসিকভাবে ঠিক থাকছেন না, তখন জীবনের অন্য লক্ষ্যগুলো অর্জন করা বেশ কঠিন হয়ে পড়ে। এর জন্য আপনাকে নিজের খাওয়াদাওয়া, ব্যায়াম, বিশ্রাম ও ঘুমের দিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া মানসিকভাবে ভালো থাকতে যোগব্যায়াম, ঘুরতে যাওয়া, নিজের শখের কাজগুলো করার দিকেও খেয়াল রাখতে পারেন। যখন আপনি একটি স্বাস্থ্যকর জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবেন, দেখবেন জীবনে পরিবর্তন আসছে।
৫. ধারাবাহিকতাই মূলমন্ত্র
আপনি যদি এ অভ্যাস না গড়ে তুলতে সক্ষম হন, তবে জীবনকে পরিবর্তন করা বেশ কঠিন। জীবনে আপনি যা-ই করেন, আপনাকে ধারাবাহিক হতে হবে। অনেকেই অনেক বড় লক্ষ্য তো নির্ধারণ করেন, কিন্তু সে অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করেন না। জীবনকে একটি ধারাবাহিকতার মধ্যে আনতে হবে। লক্ষ্য অনুযায়ী কাজগুলোর জন্য সময় বের করতে হবে। আজ করছি তো কাল করছি না, এমন অভ্যাস আপনাকে কোনোভাবেই সফলতার কাছাকাছি নিয়ে যেতে পারবে না।
সূত্র: ফোর্বস ম্যাগাজিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।