‘আরাম করতে হলে আইপিএলে করুন,’ কোহলি প্রসঙ্গে কপিল দেব

কোহলি-কপিল দেব

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দীর্ঘদিন ধরেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত তিন বছর ধরে আইপিএল-সহ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি কোহলি। এদিকে সাবেক ক্রিকেটাররা টি-টোয়েন্টি দলে জায়গা পান কি না তা নিয়ে প্রতিনিয়ত মতামত দিচ্ছেন। সম্প্রতি, টি-টোয়েন্টি দল থেকে কোহলিকে বাদ দেওয়ার কথা বলা কপিল দেব আবারও বিরাটকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। এবিপি নিউজের সঙ্গে একটি বিশেষ কথোপকথনে কপিল দেব বলেছেন যে ‘তিনি (বিরাট কোহলি) অনেক বড় খেলোয়াড়। আপনি যদি তাকে বিশ্রাম দিয়ে থাকেন তাহলে সেটা বড় কথা নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কীভাবে ফর্মে ফিরবে।’
কোহলি-কপিল দেব
১৯৮৩ সালে ভারতের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দআরও বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি যে বিরাট কোহলির মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু বিরাট যদি ফর্মের বাইরে থাকেন তাহলে তাকে বাদ দেওয়াটা অন্যায় নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এটাই চাই বিরাট ফর্মে ফিরে আসুক। তবে নির্বাচকরা কী চান তা গুরুত্বপূর্ণ। কিন্তু সে যদি রান না করে, তাহলে তাকে বাদ দেওয়া হোক বা বিশ্রাম দেওয়া হোক, তাতে আমার কোনো আপত্তি নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি বিরাটের প্রয়োজন? এর জবাবে কপিল দেব বলেন, ‘হ্যাঁ, আমি চাই কোহলি বিশ্বকাপ খেলুক, কিন্তু তার জন্য তাকে ফর্মে ফিরতে হবে। এ জন্য তাকে খেলতে হবে। এমন পরিস্থিতিতে তিনি যদি বিশ্রাম নেন, তাহলে সে ফর্মে ফিরবেন কীভাবে।’

তিনি আরও বলেন, ‘বিরাটের বয়স ৩৪ বছর। তারপরও বিশ্রামের কথা বললে আমার অদ্ভুত লাগে। তিনি যদি বিশ্রাম নিতে চান তবে আইপিএলে নিতে পারেন। হ্যাঁ, আমি বলেছিলাম সে যদি রান না করে তাহলে তাকে বাদ দেওয়া উচিত। তবে আমি বিশ্বাস করি বিরাটের কঠোর পরিশ্রম করা উচিত এবং দলে ফিরে আসা উচিত।’

বিরাট প্রসঙ্গে কথা বলতে গিয়ে কপিল দেব আরও বলেছিলেন, ‘তিনি যদি টিম ইন্ডিয়ার নির্বাচক হতেন তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দিতেন না।’ তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অধিনায়ক রোহিত শর্মা কী চান। রোহিত যদি মনে করেন যে বিরাটের দলে থাকা উচিত তাহলে তার দলে থাকা উচিত।

কোহলিকে নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন রোহিত