জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মুশফিকুর রহমান (ইফাত) নামের সেই তরুণ এখন আলোচনার তুঙ্গে। বলা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানই তার বাবা। যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
ইফাতের একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান।
জানা গেছে, এনবিআর সদস্য মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন তিনি।
মতিউর রহমানের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অপরদিকে, ইফাতের মা শাম্মী আখতার শিভলী ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মী আখতারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। শাম্মী আখতার ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (ফেনী-২) নিজাম উদ্দিন হাজারীর আত্মীয়।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানিয়েছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।
নিজাম উদ্দিন হাজারী আরও বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহমানের (ইফাত) মামা দাবি করে তার ছাগল কেনা নিয়ে নিয়ে পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে আবিদ লেখেন, ‘মানুষের ভালো কাজ কেউ ভাইরাল করে না ও অনেক পুরস্কার পেয়েছে পাখি পালন করে কই তখন তো কেউ তারে ভাইরাল করে নাই। এই ছেলের হাতের আই ফোনটাও আমি দিয়েছি। কারণ আমি তারে আদর করি। ওর দুটো আপন মামা আছে যাদের একজন দুবাই শত কোটি টাকার মালিক। তাদের ছেলে নেই, বলে তার সব শখ তার মামা পূরণ করে আর গাড়ি যে গুলোর ছবি দিছে সে গুলো একটা বিক্রি করে আরেক টাকিনছে ওর মামাদের এত টাকা আছে যে ও যে সমস্ত জিনিস গুলো ইউস করে তা কিছুই না এর চেয়ে বেশি ওর মামারা যাকাত দে।’
তিনি আরও লিখেন, ‘আর ওর বাবার যে ছবি দেওয়া হয়েছে সে তো তার বাবাই না বাবার সাথে তাদের সম্পর্ক নেই ৩ বছর হয়ে গেছে, তাই না বুজে কারো ক্ষতি না করাই ভালো ইফাতের আরেক মামা আছে আমেরিকায় তিনিও শিল্পপতি ছাগলটি ওর মামার জন্যই কিনেছে অনুসন্ধান যদি করতে হয় তাইলে আমেরিকা আর দুবাই আইসা করেন তার মামাদের তাইলে বুজতে পারবেন। তাই অনুরোধ করবো আমার সকল শুভাকাঙ্ক্ষীদের এটা শেয়ার থেকে বিরত থাকবেন।’
এই পোস্টের সূত্রে আবিদের পরিচয় সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, তিনি ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড় মনির ছেলে।
১টি ডিমের দাম ১০০ টাকা, এই জাতের কাছে হার মানবে যে কোন মুরগি
প্রসঙ্গত, ফেসবুকে বিতর্কের মুখে ওই ছাগল ইফাত আর বাসায় নেননি দাবি করেছে ছাগলটির মালিক সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ। তবে ইফাত আরও বেশি দামে একাধিক গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।