জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস। এসময় তিনি ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।
সোমবার (৩ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রবিবার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে পরিবার প্রতি ১টি হাইজিন কিট, ১টি মশারি, ২টি তারপলিন ও ২টি করে জেরিক্যান বিতরণ করেন।
কেট ফোর্বস এরপর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নিরাপদ পানি বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশিদুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরী, আইএফআরসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক আলেক্সান্ডার ম্যাথিউ, সিনিয়র কমিউনিকেশনস উপদেষ্টা সুসান মালান্দ্রিনো।
এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুজ্জামান ও সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।