জুমবাংলা ডেস্ক : আসন্ন রমজান উপলক্ষে মেট্রোরেলে ইফতারের বিষয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, রমজানে মেট্রোরেলের ভেতরে কেবল পানি দিয়ে ইফতার করার অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড। এ ক্ষেত্রে রোজাদাররা কেবল ২৫০ মিলি লিটার পানি বহন করতে পারবেন।
রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এমএএন ছিদ্দিক বলেন, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। ইফতারের সময় তারা যাতে রোজা ভাঙতে পারেন সেজন্য শুরু পানি বহন করতে পারবেন। তবে তারা যেন ইফতার শেষে পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলেন বা সঙ্গে নিয়ে যান। এছাড়া পানি পান করার সময় যেন পানি পড়ে মেট্রোরেলেও ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।