আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান ও ইস্টার সানডে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির স্থাপন করল বেলজিয়াম। একসঙ্গে ইফতারে অংশ নিয়েছেন বিভিন্ন ধর্মের কয়েক হাজার বাসিন্দা।
রোববার (৩১ মার্চ) দেশটির আন্ত্রেপ শহরে দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দু’পাশে আয়োজন করা হয় বিশাল ইফতারের।
ইস্টার সানডে ও মাহে রজমান উপলক্ষে ‘এক টেবিলে সবাই’ নামের আয়োজনটি করে তাক লাগিয়ে দিয়েছেন শহরটির বাসিন্দারা।
মুসলিম কমিউনিটির পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতারে শামিল হন। ব্যতিক্রম এই আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির হিসেবে দেখছেন অনেকে। আয়োজকরা বলছেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধা আর পরস্পরিক ভালোবাসা থেকেই তাদের এ উদ্যোগ।
আয়োজকদের একজন বলেন, আমরা সবাই এক হওয়ার চেষ্টা করেছি মাত্র। এটাই রমজানের শিক্ষা। এমন কিছু করার চেষ্টা করেছি, যা ধর্মীয় এবং সংস্কৃতির দিক থেকে ভিন্ন কোনো বৈচিত্র আনতে পারে।
আরেকজন বলেন, যুদ্ধ সংঘাতে পুরো বিশ্ব জর্জরিত। সেই আমরা ভিন্ন কিছু করে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারলাম।
ইফতারে অংশগ্রহণকারী একজন বলেন, বিভিন্ন কালচারের অনেক মানুষ একত্রিত হয়েছি আমরা। একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করছি।এক সঙ্গে খাবার খাওয়ার সামাজিক এ আয়োজন আমার কাছে খুবই ভালো লাগে।
কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে ভিন্নধর্মী এ আয়োজনে গত বছর আড়াই হাজার মানুষ অংশ নিলেও এবার ইফতারে অংশ নিতে সাত হাজারের বেশি মানুষ আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করেন বলে জানিয়েছেন শহরটির মেয়র মারিয়াম আল ওসরি।
তিনি বলেন, শুধু বেলজিয়াম নয়, সারা বিশ্বেও উত্তেজনা চলছে। শান্তির বার্তার জন্য ভিন্ন সংস্কৃতির মানুষকে একসেঙ্গে আনার চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। আমাদের মধ্যে কি মিল বা অমিল রয়েছে সেটা মুখ বিষয় নয়। একসঙ্গে এক টেবিলে খাবারের মাধ্যমে একে অপরের মাঝে চমৎকার সম্প্রীতির সংযোগ তৈরি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।