বিনোদন ডেস্ক : বিয়ে ছাড়াই সন্তানের ছবি পোস্ট করে ইতোমধ্যে খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এবার সন্তানের বাবার ছবি সামনে আনলেন অভিনেত্রী।
গত শুক্রবার নিজের সন্তানের ছবি পোস্ট করেছিলেন ইলিয়ানা। ছবি দেখার পর অনেকেই অভিনেত্রীকে তার ছেলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আবার অনেকে জিজ্ঞেস করেছেন কে তার সন্তানের বাবা।
এদিন রাতেই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি স্টোরি দেন। যাতে তিনি সকলের সঙ্গে কথা বলার জন্য একটি পোস্ট দেন। বহু অনুরাগী তাকে বিভিন্ন প্রশ্নও করেন। তার মধ্যে থেকেই একজন তার কাছে জানতে চান, যে কীভাবে তিনি একা তার সন্তানকে সামলাচ্ছেন।
সেই প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। নিজের প্রেমিকের ছবি স্টোরিতে পোস্ট করে তিনি লিখেছেন, আমি একা সামলাচ্ছি না। সেই ছবিতে একসঙ্গে মজার মূহুর্তে দেখা গেছে দুজনকে। অন্য আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তার সন্তান ছাড়াও সে নিজেকে ভাগ্যবান মনে করেন তার সন্তানের বাবার জন্য।
জানুয়ারির শুরুতেই সন্তান কোয়া ফিনিক্স ডোলানের জন্ম দেন ইলিয়ানা। তারপর থেকেই ছেলের সঙ্গে নানা মুহুর্তের ছবি পোস্ট করতেন অভিনেত্রী। যদিও তিনি তাদের সম্পর্ক বিবাহে পরিণতি পাবে কিনা সেই বিষয়ে কিছুই জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।