বিনোদন ডেস্ক : নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। ইতোমধ্যে বর্তমান কমিটি এক বছর অতিক্রম করেছে।
যে সমিতিকে ঘিরে ইলিয়াস কাঞ্চন ও নিপুণকে নিয়ে এত আলোচনা-সমালোচনা সেই শিল্পী সমিতির জন্ম হয়েছে প্রয়াত অভিনেত্রী রোজী আফসারীর বাসায়, এমনটাই জানিয়েছেন তার স্বামী নির্মাতা মালেক আফসারী।
গত বৃহস্পতিবার (৯ মার্চ) ছিল রোজী আফসারীর মৃত্যুবার্ষিকী। দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মতো একজন গুণী অভিনেত্রীর মৃত্যুবার্ষিকীতে শিল্পী সমিতি স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মালেক আফসারী।
সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস কাঞ্চন ও নিপুণকে উদ্দেশ্য করে মালেক আফসারী লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার আপনাদের এই শিল্পী সমিতির জন্ম হয় রোজীর বাসায়। ইতিহাস জানা না থাকলে নায়ক আলমগীর ভাইয়ের কাছে জেনে নিবেন।’
নায়িকা নূতন বললেন, জায়েদ খানের বিয়ে খাব বলে আমেরিকা যাচ্ছি না
‘মাস্টার মেকার’ খ্যাত এই নির্মাতা আরও লেখেন, ‘৯ মার্চ তার মৃত্যুবার্ষিকী ছিল। সমিতির পক্ষ থেকে একটু দোয়া করে দিলে কি ক্ষতি হতো?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।