জুমবাংলা ডেস্ক : বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ও চলমান কারফিউতে প্রভাব পড়েছে চাঁদপুরের ইলিশের পাইকারি আড়ৎ বড় স্টেশন মাছ ঘাটে। যানবাহন চলাচল কমে যাওয়ায় ক্রেতা সংকট দেখা দিয়েছে বাজারে। এতে করে ইলিশের দাম কেজিতে ৫০০ টাকা পর্যন্ত কমেছে। লোকসানের মুখে পড়ে অনেক ছোট ব্যবসায়ী বন্ধ রেখেছে মাছ বিক্রি। তবে তুলনামূলক কম দামে ইলিশ কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতা।
শিক্ষার্থীদের আন্দোলনের পর চলমান কারফিউতে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল, শিথিল হয়ে পড়ছে গণপরিবহন চলাচল। এতে করে ভাটা পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের। ক্রেতা সংকটে ইলিশ বিক্রি হচ্ছে কম।
ব্যবসায়ীরা বলছেন, সাগরে মাছ ধরা শুরু হওয়ায় ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসতে না পারায় বিক্রি হচ্ছে কম। ফলে দাম কমেছে ইলিশের, বিক্রি করতে না পারায় অনেক মাছ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে লোকসানে পড়তে হচ্ছে ব্যাবসায়ীদের। অনেকে ছোট ব্যবসায়ী ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে মাছ বেচাকেনা।
ইলিশ ব্যবসায়ী নবির হোসেন বলেন, বেচাকেনা কম হওয়ায় অনেক ব্যবসায়ীর মাছ বরফে থেকে নষ্ট হয়ে গেছে। এতে করে লোকসানে পড়তে হচ্ছে আমাদের। আমরা দ্রুত ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরে পেতে দাবি জানাই।
বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায় টাকায়, যা গত ১০ দিন আগেও বিক্রি হতো ১৮০০ টাকা থেকে ২০০০ টাকায়। তাছাড়া ৭শ-৮শ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১২০০ টাকা এবং ছোট সাইজের ইলিশ ৮০০-৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দক্ষিণাঞ্চলের ইলিশ কেজিতে ২শ থেকে ৩শ টাকা কমে বিক্রি হচ্ছে।
ইলিশের দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা। তারা বলছেন, বাইরের মানুষ কম আসায় দাম অনেকটা কমেছে। এতে করে অল্প টাকায় ইলিশ কেনার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। দাম আরও কমলে সকল শ্রেণির মানুষ ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ পাবে।
শহরের মমিন পাড়া এলাকার বাসিন্দা আলম পলাশ বলেন, এই বছর শুরু থেকেই ইলিশের দাম অনেক বেশি। তবে গত ২-৩ দিন ধরে দাম কিছুটা কমেছে। এক কেজির ওজনের মাছ ১৪০০-১৫০০ টাকায় কেনা যাচ্ছে। তাছাড়া ছোট সাইজের ইলিশ আরও কম দামে বিক্রি হচ্ছে। এতে আমাদের জন্য সুবিধা হয়েছে। সাধারণ মানুষ ইলিশ কেনার সুযোগ পাচ্ছে।
নোকিয়া ম্যাজিক ম্যাক্স ৫জি – Nokia Magic Max 5G সম্পর্কে যা জানা গেলো
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত বলেন, বর্তমানে ঘাটে ৩শ-সাড়ে ৩শ মণ ইলিশ আসছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষ আসতে না পারায় মাছের বিক্রি অনেকটাই কমে গেছে। তবুও বিক্রি হচ্ছে কম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আশা করি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।