স্পোর্টস ডেস্ক : দুর্গাপূজার সময় এলেই দেশের মানুষকে বঞ্চিত করে হাজার হাজার টন ইলিশ পাঠানো হয় ভারতে। তবে আজ রবিবার দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের নিজ দপ্তরে যোগ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেছেন, দেশবাসী ইলিশ খেতে পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না।
ফলে উদ্ভূত পরিস্থিতিতে, এ বার দুর্গাপূজায় ইলিশ আদৌ আসবে কিনা তা নিয়ে সংশয় আরও বাড়ছে ভারতের। তবে এ বিষয়ে এখনও আশাবাদী ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বাংলাদেশের ইলিশ ঘিরে অনিশ্চয়তা নিয়ে রবিবার সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আশা করা যায় খুব দ্রুত বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি, খুব দ্রুত বাংলার মানুষ আবার পদ্মার ইলিশ খাবেন।”
প্রসঙ্গত, রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ রপ্তানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।