ইলিশের মৌসুমে ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে খ্যাত পদ্মা-মেঘনা নদীতে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। হাতেগোনা কিছু ইলিশ এলেও, দামের কারণে তাতে হাত দেওয়ার সাহস পাচ্ছেনা সাধারণ মানুষ।
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে গেলেও ইলিশের দেখা নেই মাছের রাজার রাজধানী চাঁদপুরে। পদ্মা-মেঘনা নদীতে দুই মাসের নিষেধাজ্ঞার পর এ মাসের শুরুতে মাছ ধরা শুরু হলেও নদীতে ধরা পড়ছে না তেমন ইলিশ। চাঁদপুর শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে ইলিশ নিয়ে তাই এখন হাঁকডাক নেই, আছে হাহাকার।
নদীতেও ইলিশ নাই, সামনে সাগরেও মাছ ধরা বন্ধ হবে। ফলে অলস সময় কাটাচ্ছেন চাঁদপুর মাছ ঘাটের ইলিশ ব্যবসায়ী ও কর্মচারীসহ মৎস্য শ্রমিকরা। চাঁদপুর মাছঘাট ঘুরে দেখা যায়, ইলিশের জন্য ঘাটে অধিকাংশ আড়ৎদাররা বসে রয়েছেন। আড়তের পাশে বসে কিছু খুচরা ব্যবসায়ী অল্প কিছু ইলিশ বিক্রি করলেও পুরো মাছঘাট ইলিশ শূন্য।
এ সময় নদীতে মাছ পাওয়ার কথা, কিন্তু এই নদীর পানি কমে যাওয়ায় ইলিশ প্রায়ই শূন্যই বলা চলে।
বর্তমান সময়ে চাহিদার তুলনায় ইলিশের আমদানি কম তাই দমি একটু বেশি। বৃষ্টিবাদলের ফলে নদীতে পানি বৃদ্ধি পেলে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ পাওয়া যাবে বলে আশাবাদী এ মৎস্য বণিক সমিতির নেতা মো. মানিক জমাদার।
চাঁদপুরে ৭০০-৮০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি ১৫০০ টাকা থেকে ১৬০০ হাজার টাকা। আর এক কেজি সাইজের ওপরের ইলিশের কেজি ২ হাজার ২’শ টাকা দরে বিক্রি হচ্ছে। চাঁদপুরে শতাধিক আড়তে মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।