আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নিয়ম লঙ্ঘন করে ব্যবসায়িক সহায়তা দেওয়ার অভিযোগে এক সৌদি নারী ও দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে মক্কার একটি আদালত। চূড়ান্ত রায় ঘোষণার পর সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
মক্কার ফৌজদারি আদালতের রায়ে বলা হয়েছে, সৌদি ওই নারীকে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার বাণিজ্যিক নিবন্ধন বাতিল, লাইসেন্স প্রত্যাহার এবং তার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত দুই বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও, ভবিষ্যতে তারা আর কখনো সৌদিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন না।
সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, ওই তিনজন ‘তাসাত্তুর’ (অবৈধ ব্যবসায়িক সহায়তা) করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সৌদি নারীটি বৈধ বিদেশি বিনিয়োগ লাইসেন্স না থাকা সত্ত্বেও নিজের নামে একটি কোম্পানি খুলে দুই বাংলাদেশিকে সেখানে ব্যবসা করার সুযোগ করে দেন। তারা মক্কা এলাকায় পরিবহন খাতে ব্যবসা পরিচালনা করছিলেন। সৌদি নারীটি নিজের নামে ব্যাংক ঋণ নিয়ে ট্যাংকার কিনে তা দিয়ে ওই দুই বাংলাদেশিকে পরিবহন ব্যবসায় সহায়তা করেন। পরবর্তীতে, এই ব্যবসা থেকে উপার্জিত অর্থ সৌদি আরবের বাইরে পাঠানো হতো।
উল্লেখ্য, সৌদিতে যদি কোনো বিদেশি বৈধভাবে ব্যবসা করতে চায়, তাহলে তার কাছে কমপক্ষে ১০ লাখ সৌদি রিয়াল থাকতে হবে। অনেক বিদেশি এই অর্থের অভাবে স্থানীয় কোনো সৌদি নাগরিকের নামে কোম্পানি খুলে ব্যবসা চালান, যা দেশটির আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ যদি না বৈধ বিদেশি বিনিয়োগ লাইসেন্স গ্রহণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।