মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং দুই ব্যাক্তিকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
বুধবার (০৮ জানুয়ারী) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি লোহার তৈরি পুরাতন ড্রেজার জব্দ করা হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা। জব্দকৃত মালামাল নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।
আটককৃত ব্যাক্তিরা হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জ থানার মাচগাজীর গ্রামের আব্দুল মান্নান খাঁন ছেলে মো. সাহাবুদ্দিন খাঁন (৫০) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রাজধরপুর গ্রামের মৃত. আফতাব মোল্লা ছেলে মো. আরিফুল ইসলাম হেলাল (৩৫)।
নৌ-পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, শিবালয়ের আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। পরে বিষয়টি নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন নজরে আসলে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিনসহ দুইজনকে আটক করে।
আসামীদের বিরোদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।