জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীর পায়রা পাড়ে দেখা মিলছে বড় বড় ইলিশের। জেলেরা নদী থেকে মাছ ধরে পায়রার পারে নিয়ে আসে। বর্তমানে ইলিশের পাশাপাশি পোয়া, আইড়, পাঙ্গাশ, শিলইলসহ নদী এবং সাগরের বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যাচ্ছে।
সরেজমিনে পায়রার পাড়ে গিয়ে দেখা যায়, বড় সিলভারের পাত্রে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজের ইলিশ। আকার ভেদে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় মধ্যে পাওয়া যাচ্ছে পায়রার সুস্বাদু ইলিশ। বেশি দাম হলেও পাড়ে আসা মাত্রই মাছগুলো কিনে নিচ্ছেন ক্রেতারা।
মাছ কিনতে আশা পটুয়াখালী শহরের আদালত পাড়া এলাকার বাসিন্দা এনায়েতুর রহমান বলেন, মাঝে মধ্যে মাছ কিনতে এখানে আসি। এখানে তাজা মাছ পাওয়া যায়। পায়রার বিভিন্ন সুস্বাদু মাছের জন্য এখানে আসা। তবে তাজা মাছ পাওয়া গেলেও দাম কিছুটা বেশি নেই।
সেখানকার মাছ বিক্রেতা জালাল ফকির জানান, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় জেলেরা শুধু পায়রা নদীতে মাছ ধরছে। মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। দাম বেশি হলেও এখানে তাজা ও সুস্বাদু মাছ পাওয়া যায়। আর এ জন্য ভালো মানের মাছ কিনতে সবাই পায়রা পাড়েই আসেন।
ব্যাংক থেকে ৬.৬ কোটি টাকা ঋণ চাইলেন কৃষক!‘চাষ করে লাভ নেই, এবার হেলিকপ্টার চালাব”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।