বিনোদন ডেস্ক : বলিউডের জমিতে টিকে থাকা যাঁর জন্য, ছবিতে নায়িকা হওয়ার স্বপ্নপূরণ যাঁর হাত ধরে, তাঁকেই অচেনা মনে হত মাঝেমাঝে। অনিশ্চিতও মনে হত কখনও কখনও। সবার সামনে কখন যে কী বলে বসবেন সালমান খান, সেই ভয়ে সিঁটিয়ে থাকতেন ক্যাটরিনা কইফ। ছবির প্রচারে গিয়ে মুম্বইয়ের সংবাদ সংস্থাকে এমনটাই বললেন অভিনেত্রী।

‘ভাইজান’কে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ক্যাট বলেন, ‘‘অনেক সময়ে সালমানের সঙ্গে সাক্ষাৎকার দিতে বসতে হয়েছে। তখন সালমান যে কখন কী বলে বসবে, সেই ভয়েই কাঁটা হয়ে থাকতাম। ওর কথা কী ভাবে শেষ হবে, তার কোনও ঠিক থাকত না।’’
২০০৫-এ ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। তার পর একাধিক ছবি ব্যর্থ হওয়া সত্ত্বেও কাজের অভাব ঘটেনি তাঁর। সৌজন্যে বলিউডের ‘সুলতান’। দীর্ঘ দিন সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন অভিনেত্রী। সম্পর্কে চাপানউতর এসেছে। তবু ক্যাটের হাত কখনও ছেড়ে দেননি ‘সল্লু মিঁয়া’। ক্যাটরিনা এখন ভিকি কৌশলের ঘরনি। তার জেরে সালমানের সঙ্গে বন্ধুত্বে চিড় ধরেনি এতটুকুও। আগামীতে ‘টাইগার-৩’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দু’জনকে।
https://inews.zoombangla.com/mayar-songa-babaar-song-a/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



