বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাবল টেলিস্কোপে ধরা পড়েছে মৃত্যু পথযাত্রী তারার চোখ ধাঁধানো কিছু ছবি। সেই ছবি দেখে অভিভূত হয়েছেন মহাকাশপ্রেমীরা।
হাবল টেলিস্কোপে তোলা ছবিতে রিং নেবুলা নামে পরিচিত জ্বলন্ত গ্যাসের ডোনাট-সদৃশ কাঠামোর বিশদ বিবরণের একটি অভূতপূর্ব স্তর দেখা গেছে। রিং নেবুলা হল ‘প্ল্যানেটারি নেবুলা’, যা লাইরা নক্ষত্রে পাওয়া যায় এবং পুরো গ্রীষ্মকাল জুড়ে দেখা যায়।
পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে এই নীহারিকা একটি মৃত নক্ষত্র থেকে জন্মগ্রহণ করেছিল। আর এর বাইরের স্তরগুলো ছড়িয়ে দিয়েছিলো মহাকাশে। বিজ্ঞানীরা বলছেন, ছবিগুলোর মধ্য দিয়ে তারকার জীবনচক্রের মূল বিষয়গুলো জানা যেতে পারে।
ছবিগুলো প্রকাশকারী জ্যোতির্বিজ্ঞানীদের দলনেতা অধ্যাপক মাইক বারলো বলেছেন, হাবল টেলস্কোপে তোলা ছবিগুলো নীহারিকাটির প্রসারিত রঙিন খোলের বিবরণের পাশাপাশি কেন্দ্রীয় সাদা বামনের অভ্যন্তরীণ অঞ্চলকে স্পষ্টভাবে দেখিয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটি নক্ষত্রের জীবনের শেষ মুহুর্তের স্বাক্ষী হয়েছি। হাবল টেলস্কপ এসব মহাজাগতিক ঘটনাগুলো বোঝার জন্য নতুন দরজা খুলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রিং নেবুলাকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে পারি। যার মাধ্যমে নীহারিকাগুলো কীভাবে জন্ম নেয় ও বিবর্তিত হয় তা নিয়ে গবেষণা করতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।