জুমবাংলা ডেস্ক : ভোররাতে দরজায় টোকা, কাঠে আঁচড়ানোর শব্দ! ঘুম ভেঙে যুবক দরজা খুলতেই যা দেখলেন, তা দেখে যেন হাড় হিম হয়ে গেল!
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক যুবক দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনে ধীরে ধীরে চাবি ঘুরিয়ে দরজা খুলছেন। কিন্তু দরজাটি সামান্য খোলার পরই থমকে যান তিনি। সামনে দাঁড়িয়ে টকটকে জ্বলজ্বলে চোখ নিয়ে বিশাল এক বাঘ! মুহূর্তেই ভয়ে দরজা বন্ধ করে দেন যুবক, যেন প্রাণ রক্ষা পেল অল্পের জন্য।
Imagine you open your door and you see this… What would you do?😳 pic.twitter.com/Ymw14Ux4SR
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 30, 2025
‘অ্যামেজিং নেচার’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট হওয়া এই ভিডিও ইতিমধ্যেই দুই কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। কেউ আতঙ্কিত, কেউবা মজার মন্তব্য করছেন।
একজন লিখেছেন, “ভাবুন তো, দরজা বন্ধ করার আগেই যদি বাঘটি ঝাঁপিয়ে পড়ত!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।