ইমাম-বাবরও কি বিয়ের পিঁড়িতে বসছেন?

ইমাম উল হক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন। এর মধ্যেই দলটির ওপেনিং ব্যাটার ইমাম উল হকের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তার ভক্তদের উত্তেজনার পারদ চড়িয়েছে।

ইমাম উল হক

শুধু তাই নয়, পোস্টের সঙ্গে বাবর আজমের ছবি যুক্ত করায় সন্দেহ আরও বেড়েছে। ভক্তরা ভাবতে শুরু করেছেন, এবার কি তাহলে ইমাম উল হক ও বাবর আজমের পালা? অর্থাৎ শাহিন শাহ আফ্রিদির পর কি তাহলে বিয়ের পিঁড়িতে বসছেন তারা?

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম পোস্টে ইমাম উল হক মাথায় কাওলা পরিহিত একটি ছবি শেয়ার করেছেন। যেখানে বেশ হাশি-খুশি মনে হচ্ছে তাকে। স্পষ্টতই বোঝা যাচ্ছে, কারও বিয়ের ড্রেস পরে ট্রায়াল দিয়েছেন। আরও মজার বিষয় হলো, জনপ্রিয় এই ক্রিকেটার টিমের আরেক সদস্যকে ট্যাগ করেছেন। আর তিনি আর কেউ নন, অধিনায়ক বাবর আজম।

পোস্টটি দেখার পর এই দুই ক্রিকেটারের ভক্তরা ধন্ধে পড়ে গেছেন। অনেকেই ভাবছেন, এই ক্রিকেটার (ইমাম উল হক) কি তার নিজের বিয়ের পূর্বাভাস দিয়েছেন, নাকি তার কলিগের (বাবর)?

একজন বলেছেন, ‘আমি বুঝতে পারছি, আরেকটি বিয়ের বাদ্য বাজতে যাচ্ছে।’ অন্য আরেকজন লিখেছেন, ‘পিসিটি’র (পাকিস্তান ক্রিকেট টিম) বিয়ের সিজন এবং ভক্তদের হার্ট অ্যাটাকের সিজন চলছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, দুই ঘণ্টায় পোস্টটিতে এক হাজার ভক্ত মন্তব্য করেছেন। এখন জানার বাকি, বাবর এই পোস্টের জবাবে কী বলেন?

মঙ্গলবার ঘোষিত আইসিসির বর্ষসেরা ওয়ান দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাবর আজমকে। স্বাভাবিক কারণেই তার রেটিং এখন চার্টের শীর্ষে রয়েছে। কারণ ২০২২ সালে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

এদিকে শাহিন শাহ আফ্রিদির পরিববার ডিসেম্বরে নিশ্চিত করে যে, পাকিস্তানি এই বামহাতি বোলারের বিয়ের ঘণ্টা বেজে গেছে। আসছে ৩ ফেব্রুয়ারি তিনি জুটি বাঁধবেন।

দুই বছর আগে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন শহিদ আফ্রিদির কন্যা আনশা আফ্রিদির সঙ্গে অ্যাঙ্গেজমেন্ট হয়েছে ৬ ফুট ৬ ইঞ্চির এই পেসারের। উভয় পরিবার এখন বিয়ের উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত ২০ জানুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ের পর্ব শেষ করেছেন শান মাসুদ। দীর্ঘদিনের বান্ধবী পেশোয়ারের তরুণী নিশে খানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। আগামী ২৭ জানুয়ারি করাচিতে তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে।

এর তিন দিন পর মঙ্গলবার জুটি বেঁধেছেন অলরাউন্ডার শাদাব খান। তার সঙ্গী হয়েছেন সাবেক ক্রিকেটার সাকলাইন মুস্তাকের মেয়েকে।

পাকিস্তানি তারকাদের বিপিএল ছাড়ার নির্দেশ