ইমামদের জন্য বিশাল সুখবর

imam

জুমবাংলা ডেস্ক : ধর্মবিষয়ক সচিব আ. হামিদ জমাদ্দার বলেন, ইসলামী সংস্কৃতিচর্চার জন্য জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে মসজিদের ইমামদের ভাতার আওতায় নেওয়ার জন্য কাজ করছে সরকার।

imam

রবিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আ. হামিদ জমাদ্দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সবার দায়িত্ব প্রধানমন্ত্রীর সব উন্নয়ন কাজের সহযোগিতা করা। সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.) তিনিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন। সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সত্য ঘটনা অবলম্বনে বানানো হয় এই ভৌতিক সিনেমাটি

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।