বিনোদন ডেস্ক : ঈদের প্রথম সপ্তাহেই সুপার হিট তকমা পেয়ে গেছে ঢাকাই ছবির পোস্টার বয় শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ ও টিভি পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোর প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। সারাদেশে ১০৭ সিনেমা হলে মুক্তি পাওয়া শাকিবের ‘প্রিয়তমা’ ৮ দিনে টিকিট বিক্রি করেছে ১০ কোটি ৩০ লাখ টাকার। অন্যদিকে ছবিটির নিকটতম প্রতিদ্বন্দ্বী নিশোর ‘সুড়ঙ্গ’ শুধু স্টার সিনেপ্লেক্সেই টিকিট বিক্রি করেছে আড়াই কোটি টাকার বেশি।
সিঙ্গেল স্ক্রিনে দাপট শাকিবের আর মাল্টিপ্লেক্সে রাজত্ব করছেন নিশো। জানা যায়, বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন ঈদের তিন সপ্তাহের জন্য নিয়েছে ‘প্রিয়তমা’। অন্যদিকে, শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে ‘সুড়ঙ্গ’র। শনিবার (৮ জুলাই) দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তাদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছে।
এ তো সব গেল দুই সিনেমার স্তুতি! অন্যদিকে সিনেমার বিখ্যাত ডাটা সাইট আইএমডিবি ঘটছে উল্টো ঘটনা। এত সব নজিরের পরও দিব্যি কমছে সিনেমা দুটির র্যাঙ্কিং! খোঁজ নিয়ে জানা যায় ভয়াবহ তথ্য। সেখানে চলছে অন্যরকম এক লড়াই। আর এটি করছে দুই সুপারস্টারের ভক্তরা। শাকিব ভক্তরা নিশোর ‘সুড়ঙ্গ’র রেটিং কমানোর জন্য আদাজল খেয়ে যেমন নেমেছে, তেমনি নিশো ভক্তরা নেতিবাচক রেটিং করছে শাকিবের ছবিতে। এমনটাই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান। যদিও সিনেমা দুটিতে নেই তার কোনো সংশ্লিষ্টতা। তবু মুখ খোলেন তিনি। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এটা কী ধরনের অসুস্থ প্রতিযোগিতা? ফ্যানরা তাদের নিজের মুভি বাদ দিয়ে আরেক জনের মুভির রেটিং কমাচ্ছে,সেটা অন্যজনের মুভি না দেখেই। বেশিরভাগ ক্ষেত্রে যেখানে করা উচিত ছিল নিজের হিরোর মুভিকে হাই রেট করা এবং দেখা কারটা ভাল হচ্ছে!’অন্য ছবির ভক্তদের নানা ধরনের আক্রমণে ক্ষুব্ধ ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী ও প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ।
হিমেল বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এই যে আইএমডিবিতে রেটিং কমছে এতে কার ক্ষতি হলো? এটা মূলত বাংলা ছবির ক্ষতি। ভালো হতো যদি তারা একে অপরের ছবি দেখতেন, সমালোচনা করতেন। তারা তা না করে অন্যকে নিচে নামানোর চেষ্টা করছে।’
অন্যদিকে রায়হান রাফী বললেন, ‘ভক্তদের দায়ভার তারকাদের নিতেই হবে। উনি (শাকিব খান) তো ফেসবুকে সবসময় ভিডিও প্রকাশ করেনই। তার ভক্তদের অনুগ্রহ করে বলুক যেন অন্য ছবির পেছনে না লাগে। এগুলো স্রেফ নোংরামি হচ্ছে।’
থ্রিলার ও রহস্যে ভরা সুড়ঙ্গ সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। এটি দেখতে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। ছবিতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। অভিনয়ে প্রশংসা পাচ্ছেন শহীদুজ্জামান সেলিমও। অন্যদিকে, শাকিবিয়ানদের বাইরেও অন্য দর্শকরাও এবার শাকিবের ছবির দেদারসে প্রশংসা করছেন। ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে একচেটিয়া রাজ করছে ছবিটি। হিমেল আশরাফ পরিচালিত এ ছবিতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এতেও আছেন শহীদুজ্জামান সেলিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।