আমরা সবাই বিশ্বাস করি যে, যার জন্ম আছে তার মৃত্যুও রয়েছে। সৃষ্টির সব প্রাণী মরণশীল। এই দুনিয়ায় এটি এমন এক নিয়ম যা ভঙ্গ করা সম্ভব নয়। কোন প্রাণী বা সত্তা শক্তিশালী বা ক্ষমতাধর হোক না কেন মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কিন্তু হঠাৎ বিজ্ঞানীরা বলছেন যে এমন এক প্রাণী রয়েছে যার মৃত্যু নেই!
এটি এক বিশেষ প্রজাতির জেলিফিশ, অনেকের কাছে এটিই ইমমোরটাল জেলিফিশ নামেও পরিচিত। জেলিফিশ এমন এক প্রাণী যার কোন মস্তিষ্ক বা হৃদপিন্ড নেই। তাছাড়া এটার কোন শ্বসনতন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়নি। এ প্রাণীর দেহের ৯৫ শতাংশ হচ্ছে পানি। পানিতে ত্বকের মাধ্যমে এটি শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে। এ ধরনের জেলফিস তিন থেকে পাঁচ মিলিমিটার ব্যাস পর্যন্ত হয়ে থাকে। এ প্রাণী কিভাবে অমর তকমা পেল সেটি আশ্চর্যের বিষয়।
সকল প্রাণী যখন পরিণত বয়সে পৌঁছায় তখন কোষের ক্ষয় হতে থাকে এবং শেষ পর্যন্ত মারা যায়। কিন্তু এ বিশেষ প্রজাতির জেলিফিশের জীবন চক্রের পূর্বের ধাপে ফিরে যাওয়ার ক্ষমতা রয়েছে। এর ফলে প্রাপ্তবয়স্ক জেলিফিশ কিশোর বয়সে রুপান্তরিত হয়ে যেতে পারে।
বার্ধক্য বয়সে উপনীত হওয়া কোন মানুষ তরুণ বয়সে ফিরে গেলে যেমনটি মনে হয় এ বিষয়টি এ প্রজাতির জেলফিশের সেটি করার সক্ষমতা রয়েছে। এটি নিজের এক ছোট সংস্করণে পরিণত হয়ে যেতে পারে। এভাবে যেন ফিশটি বার্ধক্যজনিত মৃত্যু এড়িয়ে চলতে পারে।
জেলিফিশটি জীবনে কয়েকটি ধাপে চক্রায়মান থাকে। পরিণত জেলিফিশকে বলা হয় মেডুসা এবং এটি সর্বশেষ ধাপ। এটি তার চক্রের শুরুর দিকে যাওয়ার সক্ষমতা রাখ। এজন্য বলা হয় এই জেলিফিশের কোন মৃত্যু ঘটা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা এটিকে যতই ’অমর জেলিফিশ’ হিসেবে আখ্যায়িত করুক না কেন এবং নিজেকে তরুন বয়সে উপনীত করার দারুন সক্ষমতা থাকুক না কেন জেলিফিশটি মৃত্যুর ঊর্ধে নয়। পরিবেশগত দুর্যোগ বা দূষণের কারণে এটি ধ্বংসের পথে উপনীত হতে পারে। যারা শারীরিক বিকাশ নিয়ে গবেষণা করেন তাদের জন্য এটি বেশ আগ্রহের বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।