জুমবাংলা ডেস্ক : ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর (এআই) কৃষি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই প্রকল্প শেষ হয়েছে। সমাপ্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ডক্টর এস এম বখতিয়ার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আইওটি (ইন্টারনেট অব থিংস) এবং এআই-নির্ভর চাষাবাদের গুরুত্ব অনেক।
বারি’র ডিজি ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রযুক্তি অংশীদার নোডস ডিজিটাল লিমিটেডের প্রতিনিধিত্ব করেন এর প্রতিষ্ঠাতা ড. সাদ হাসান, শাফকাত রেজা চৌধুরী, ড. রাশেদুল হক এবং আইওটি পরামর্শক ড. তানসির আলী। প্রকল্প সমন্বয়কারী ড. নাজমুন করিম অতিথিদের প্রকল্পের সাফল্য সম্পর্কে জানান। সেমিনারের আগে স্মার্ট ফার্মিং সাইট পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, বারি, বিএআরসি ও নোডস ডিজিটাল লিমিটেডের এই প্রকল্প ২০২১ সালে শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।