ডিমের খোসার ৬ গুরুত্বপূর্ণ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক : ফেলে না দিয়ে বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারেন ডিমের খোসা। রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থলির নানা কাজ সহজ করবে এটি। ডিমের খোসার ৬ ব্যবহার

কফির অতিরিক্ত তিতকুটে হয়ে গেছে? ডিমের খোসার গুঁড়া মিশিয়ে দিন ১ চিমটি পরিমাণে। চামচ দিয়ে নেড়ে মিনিট কয়েক অপেক্ষা করুন। কমে যাবে কফির তিতকুটে ভাব। বাগানের গাছ পোকামুক্ত রাখতে গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন।

ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল রয়েছে যা বাগানের মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। ডিমের খোসা গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে নিন।

ত্বকের যত্নেও অনন্য ডিমের খোসা। একটি ডিমের সাদা অংশের সঙ্গে একটি বা বা দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন। মুখে ১৫ মিনিট মতো লাগিয়ে রাখুন প্যাকটি। কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। ত্বকের কালচে ভাব দূর হবে। এছার ব্রণ দূর করতেও কার্যকর এটি।

বাসনের পোড়া ও শক্তিশালী দাগ দূর করতে ডিমের খোসা ব্যবহার করুন ডিশ ওয়াশিং সোপের সঙ্গে। অনেক সময় রান্নাঘরের সিঙ্কে বা বেসিনের পাইপে ময়লা জমে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়।

ডিমের খোসা খুব মিহি করে গুঁড়া করে সিঙ্কে বা বেসিনের ছাঁকনির মধ্যে দিয়ে দিন। বেশি করে পানি ঢেলে দিন। পাইপের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে। তথ্য: জি নিউজ

ডিম খাওয়া ছাড়াও আরও যে কাজে লাগাতে পারবেন