জুমবাংলা ডেস্ক : চলতি সপ্তাহেই আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ১ কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে চালসহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা করছি, চলতি সপ্তাহে ডিমের প্রথম চালান দেশে আসবে।
তিনি বলেন, আমদানি করা ডিমের প্রত্যেকটি চালানের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে।
এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে বলে জানান টিপু মুনশি।
আলু আমদানির অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখনও আলু আমদানির সিদ্ধান্ত নেইনি। আমাদের কাছে তথ্য আছে, দেশে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। এর ফলে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি দাম আরও বাড়ে সে ক্ষেত্রে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আমদানির উদ্যোগ নেব।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।