Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%, কমেছে ভারত থেকে
    অর্থনীতি-ব্যবসা

    পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%, কমেছে ভারত থেকে

    Saiful IslamDecember 22, 20245 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে।

    export-import

    পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ, প্লাস্টিক ও রাবার শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ ও পেঁয়াজ-আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে ১৭৯ দশমিক ৪ মিলিয়ন (১৭ কোটি ৯৪ লাখ) ডলারের। আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল ১৪১ মিলিয়ন (১৪ কোটি ১০ লাখ) ডলারের। এ হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে ২৭ দশমিক ২৩ শতাংশ।

    একই সময় কিছুটা হ্রাস পেয়েছে ভারত থেকে পণ্য আমদানি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ২ হাজার ৫২ দশমিক ১ মিলিয়ন (২০৫ কোটি ২১ লাখ) ডলারের। যদিও আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ২ হাজার ২৬৭ দশমিক ২ মিলিয়ন (২২৬ কোটি ৭২ লাখ) ডলারের। সে অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তুলনায় আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৮ শতাংশ।

    তবে এখনো দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। চীনের পরই দেশটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২০২৩-২৪ অর্থবছরেও দেশের শীর্ষ ২০ আমদানির উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। তখন ভারত থেকে ৯ বিলিয়ন (৯০০ কোটি) ডলারের পণ্য আমদানি করা হয়েছিল, যা মোট আমদানির ১৪ শতাংশের বেশি। আর সর্বোচ্চ পণ্য আমদানি হয়েছিল চীন থেকে, যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলারের বেশি। এটি ছিল মোট আমদানির ২৬ শতাংশের বেশি। গত অর্থবছরে আমদানি পণ্যের উৎস হিসেবে পাকিস্তানের অবস্থান ছিল তালিকার ২০তম। দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল মাত্র ৬২৭ মিলিয়ন (৬২ কোটি ৭০ লাখ) ডলার। মোট আমদানিতে দেশটির অবদান ছিল মাত্র ১ শতাংশ। তবে সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করায় দেশটি থেকে আমদানির পরিমাণ বাড়ছে।

    পাকিস্তান থেকে বাণিজ্য আগেও বাড়তে পারত বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বলেন, ‘পাকিস্তানের অনেক রফতানি করার মতো সুবিধাজনক পণ্য রয়েছে। তবে এতদিন তা আসতে পারেনি, এখন আসছে। দুই দেশের মধ্যে ভিসা বন্ধ থাকায় হয়তো ভারত থেকে আমদানি কমেছে। আর এখন পাকিস্তান থেকে বাড়লেও পরিমাণের দিক থেকে ভারত থেকেই আমদানি বেশি থাকবে। আর ভবিষ্যতেও বাণিজ্যিক সম্পর্কগুলোর মূল নিয়ামক থাকবে চাহিদা ও সরবরাহ।’

    ব্যবসায়ী নেতারা অবশ্য বলছেন, ভারত থেকে আমদানি কমাটা রাজনৈতিক কারণের চেয়ে বিনিয়োগ পরিবেশের সঙ্গে বেশি সম্পর্কযুক্ত। এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘ভারত থেকে মূলত যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি হয় বেশি। কিন্তু সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি উন্নতি না হওয়ায় আমদানি কিছুটা কমেছে। তবে এখনো ওষুধ শিল্পের কাঁচামালের একটি বড় অংশ আসে ভারত থেকে। তাই এখানে কোনো সরবরাহ সংকট হলে বড় সমস্যা তৈরি হবে। কিন্তু পাকিস্তান থেকে মূলত তুলা ছাড়া তেমন কোনো পণ্য আমদানি হয় না। আবার পাকিস্তানে আমাদের কোনো রফতানিও নেই। দেশটির বাজার ছোট হওয়ায় এবং রফতানির জন্য কোনো প্রচারণা না থাকায় এমনটা হয়েছে।’

    পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সখ্যও এখন আগের চেয়ে বেড়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কূটনৈতিক পর্যায়ে এ তৎপরতা চোখে পড়ছে। দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এখন নিয়মিত ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এর প্রভাবে নভেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। ওই সময় ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের একটি জাহাজ পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কনটেইনারে পণ্য আনে চট্টগ্রাম বন্দরে। সে সময় বন্দরে জাহাজটি থেকে কনটেইনার খালাস হয় ৩৭০ একক, যার মাধ্যমে ছয় হাজার ৩৩৭ টন পণ্য আনা হয়েছিল। জাহাজটি আবারো এ সপ্তাহেই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পণ্যও করাচি বন্দর হয়ে পাকিস্তানের জাহাজের মাধ্যমে বাংলাদেশে আসছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বর্তমান সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ব্যাপকভাবে জোরদার হচ্ছে। আমাদের প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য অনেকাংশে হ্রাস পাওয়ায় পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির একটি সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে জাহাজ ও সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর এর ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ পাকিস্তান থেকে সাধারণত টেক্সটাইল ও খাদ্যসামগ্রী আমদানি করে। এছাড়া পাকিস্তান থেকে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তাছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার চেষ্টা হলে আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক কার্যক্রমও বড় হবে।’

    এদিকে কায়রোয় চলমান ডি৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন তারা। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারো সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেছিল ইসলামাবাদ। এ লক্ষ্যে দেশটি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

    সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে এখন সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের। কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনাও তৈরি হয়েছিল। এখন পর্যন্ত ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়নি। বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী পর্যটকের সংখ্যাও কমেছে ব্যাপক হারে।

    বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কে উন্নতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশন থেকে বলা হয়েছে, ‘চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তান থেকে বাংলাদেশে গত বছরের তুলনায় রফতানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এ ইতিবাচক পরিবর্তন বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রবণতাকে তুলে ধরছে। আমরা আশা করছি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্পর্কে অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে।- বণিক বার্তা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘২৭’ অর্থনীতি-ব্যবসা আমদানি কমেছে থেকে পাকিস্তান বেড়েছে, ভারত
    Related Posts
    ৮০ টাকার কমে মিলছে

    ৮০ টাকার কমে মিলছে না সবজি, সাধারণ মানুষের হাঁসফাঁস

    August 16, 2025
    Hilsha

    কেজিতে ৬০০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম

    August 16, 2025
    Onion Import

    ৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

    August 16, 2025
    সর্বশেষ খবর
    charity live stream world record

    MrBeast, Adin Ross, xQc Break Guinness World Record Raising $12M for TeamWater

    Monrovia ICE raid

    Monrovia ICE Raid Turns Deadly as Fleeing Laborer Struck on Freeway

    Elsbeth Season 3 Cast

    Elsbeth Season 3 Cast Shake-Up: Julia Fox Joins as ‘Grief Influencer’ in CBS Procedural

    অস্ত্র উদ্ধার ঘটনায় উত্তেজনা

    অস্ত্র উদ্ধার ঘটনায় উত্তেজনা, সেনা মোতায়েন রাজশাহীতে

    কারও আর্থিক প্রয়োজন

    কারও আর্থিক প্রয়োজন, আবার কারও শারীরিক: কঙ্গনা

    ৮০ টাকার কমে মিলছে

    ৮০ টাকার কমে মিলছে না সবজি, সাধারণ মানুষের হাঁসফাঁস

    মার্কিন মঞ্চে বাজবে আতিয়া

    মার্কিন মঞ্চে বাজবে আতিয়া আনিসার গান, ১৪ শহরে কনসার্ট

    ট্রাম্প-পুতিন বৈঠক ফলবিহীন

    ট্রাম্প-পুতিন বৈঠক ফলবিহীন, এবার জেলেনস্কির সঙ্গে আলোচনা

    ভোলাগঞ্জে পাথর লুটের

    ভোলাগঞ্জে পাথর লুটের মামলা, অভিযুক্ত ১৫শ জন

    যাত্রীকে আঘাত

    যাত্রীকে আঘাত, ক্ষুব্ধ জনতার হাতে হিজড়া গণধোলাই

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.