জুমবাংলা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘মিডফোর্ডের ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। এরপরও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে- এটা একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নোংরা অপরাজনীতির চর্চা। বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন কখনোই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। এই বিষয়ে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’।’
অন্যদিকে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ঘটনায় কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুবদলের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।