বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রজার পেনরোজ। নোবেলজয়ী ব্রিটিশ বিজ্ঞানী। তার বাবা এস এস পেনরোজ ছিলেন নামকরা জীববিজ্ঞানী। ১৯৫৮ সালে বাবা-ছেলে মিলে দুটি অসম্ভব ছবি পাঠান ব্রিটিশ জার্নাল অব সাইকোলজি পত্রিকায়।
সেই ছবি দুটি ছাপাও হয়। ছবি দুটি প্যারাডক্সিক্যাল ছবির জগতে মোড় ঘুরিয়ে দেয়। প্রথম ছবিটা ছিল একটা ত্রিভুজের। এর বাহুগুলো সাধারণ সরলরেখা দিয়ে আঁকা নয়। বরং চৌকোনা বার দিয়ে তৈরি।
অর্থাৎ সরলরেখার বদলে যদি লম্বা তিন খণ্ড চৌকাঠ ব্যবহ্যার করেন, তাহলে এ ত্রিভুজ আঁকতে পারবেন। শুধু আঁকতেই পারবেন, তৈরি করতে পারবেন না। কেন পারবেন না, সেটা বলে বোঝানো কঠিন, তাই ছবির দিকে লক্ষ করুন।
শাহরুখ খানের ম্যানেজার পূজার ১ বছরের ইনকাম জানলে চোখ কপালে উঠবে আপনার
তৈরি সম্ভব নয়, অথচ দিব্যি এটা আঁকা যাচ্ছে। কারণ, যে কাগজে আঁকছেন, সেটা দ্বিমাত্রিক তল। এটাকে যখন তৈরি করতে যাবেন, অবশ্যই সেটা ত্রিমাত্রিক কাঠামোতে রূপ দিতে হবে। সেটা রীতিমতো অসম্ভব। এ জন্য এ ধরনের ছবিকে বলে ইম্পসিবল অবজেক্ট।
সূত্র : সায়েন্টিফিক আমেরিকান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।